শনিবার ২০ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২
একজন জীবিত হাদির চেয়ে একজন শহীদ হাদি কয়েক গুণ বেশি শক্তিশালী- ড. ইমরান আনসারী
গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৬ এএম |


বিশিষ্ট সাংবাদিক ও আন্তর্জাতিক বিশ্লেষক ড. ইমরান আনসারী বলেছেন, “একজন জীবিত হাদির চেয়ে একজন শহীদ হাদি কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে।” তিনি বলেন, কিছুদিন আগেও হাদি একাই আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিলেন, কিন্তু আজ তার মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশের মানুষ সেই আধিপত্যবাদের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইমরান আনসারী বলেন, জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা অনেক বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন। তারা খুব সামান্য সম্মানী পান, অনেক ক্ষেত্রে পানই না; অথচ তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার। তিনি আরও বলেন, একটি শক্তিশালী নাগরিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সত্য তুলে ধরা এবং সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখা।
তিনি বলেন, “গণমাধ্যম ও গণতন্ত্র রেললাইনের মতো-দুটো একসঙ্গে চললেই রাষ্ট্র সঠিক পথে এগোয়। যেকোনো একটি দুর্বল হলে রাষ্ট্র অনিবার্যভাবে সংকটে পড়ে।”
ড. ইমরান আনসারী আরও বলেন, কিছু ক্ষেত্রে সংবাদ পরিবেশনে তথ্যের ঘাটতি থাকায় সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ জন্য সাংবাদিকদের আরও দায়িত্বশীল, সচেতন ও পেশাদার হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি সাংবাদিকদের সব সময় দুর্বল ও মজলুম মানুষের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোচনায় তিনি শহীদ হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “মব দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা একটি অসুস্থ ও বিপজ্জনক সমাজের লক্ষণ।”
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবেুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোঃ সাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মোঃ ফয়েজ, বিজ্ঞান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু মোল্লা এবং সদস্য মোঃ তাজুল ইসলাম, মোঃ কিবরিয়া ও পিয়াস।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবক ও বৃদ্ধার
ষড়যন্ত্র করে কুমিল্লা সদর আসনের মানুষের সাথে আমার বন্ধন ভাঙ্গতে পারবে না: হাজী ইয়াছিন
ব্রাহ্মণপাড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে একাধিকবার ধর্ষণ প্রধান শিক্ষক গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়া থানায় রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যানবাহন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আরো ১৫ প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি
দলীয় মনোনয়নের ‘ফাইনাল সিলেকশান’ হবে সামনে
নজিরবিহীন বিক্ষোভ ‘হাদি হাদি’ স্লোগান
অবৈধভাবে মাটি কাটায় লালমাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ৮০ হাজার টাকা জরিমানা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২