কুমিল্লা
আদর্শ সদরে অরন্যপুর রেজভীয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে গত (১৮ ডিসেম্বর)
বৃহস্পতিবার সারা রাতব্যাপী গাউছিয়া সুন্নিয়া রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে
১২ তম বার্ষিক মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মহান মোর্শেদ রেজভী বাবার
স্মরণে উক্ত ওরছ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওরছ মোবারক উদ্বোধন করেন
মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন রেজভী সুন্নি আল ক্বাদরী, প্রধান মেহমান
হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন শাহেদী
বকশী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়াহিদুর রহমান চৌধুরী,
বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির
সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো:
জাহাঙ্গীর আলম। এছাড়াও উক্ত ওরছ মাওফিলে ওয়াজ করেন মাওলানা মোঃ সোহরাব
হোসেন জালালী, মাওলানা আইয়ুব আলী রেজভী সুন্নী আল কাদরী, মাওলানা হাসনাত
উল্লাহ ফারুকী, মুফতি সাইফুল ইসলাম রেজভী পীর , মুফতি মোহাম্মদ ইমরান হোসেন
পলাশ রেজভী সহ বহু ওলামায়ে কেরাম তফসির আনেন।
