ইনকিলাব
মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির
দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা। শুক্রবার সকালে উপজেলার
ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্ত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াত
যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন
উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস, সাবেক উপজেলা জামায়াতের আমির মনসুর
মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদী জীবন দিয়ে বাংলার জনগণকে
সাক্ষী রেখে গেছে ভারতীয় সাম্রাজ্যবাদী বিরোধী, আধিপত্যবাদী বিরোধী শক্তি
কখনো বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই, এখনো পারছে না। অতএব জুলাই
আগস্টের বিপ্লবের মাধ্যমে যে মহা কাঙ্ক্ষিত নির্বাচন আমাদের সামনে উপনীত
হয়েছে, হাদী হত্যার মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে আমরা বুঝতে পারছি
বাংলাদেশের নির্বাচনের এখন কোন ভালো পরিবেশ নাই। বর্তমান সরকার যদি হাদীর
খুনিদেরকে অনতিবিলম্বে আগামী অল্প সময়ের মধ্যে বিচার কার্যক্রম শুরু করতে
পারে তাহলে বাংলাদেশের জনগণ বুঝবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড শুরু
হয়েছে। না হলে জাতি নির্বাচন নিয়ে ভাবতেও বাধ্য হতে পারে।
তারা আরো
বলেন, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে হাদীকে হত্যা করার মাধ্যমে নির্বাচন
বানচাল করার চেষ্টা করা হয়েছে। সরকার যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে এই
কুচক্রীদের ষড়যন্ত্র হয়তোবা বাস্তবায়ন হয়ে যেতে পারে।
এ সময় আরো উপস্থিত
ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. আমির হোসেন, মুরাদনগর সদর
ইউনিয়ন আমির মাহবুব আলম মুন্সি, বাইতুল মাল সম্পাদক ও সদর ইউনিয়ন
সেক্রেটারী আবু বকর সরকার, ধামঘর ইউনিয়ন জামায়তের আমির খন্দকার আব্দুল
আউয়াল, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন সভাপতি নাজমুল ইসলাম সাইদ, সদর ইউনিয়ন
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুস সাকিব তন্ময়, ধামঘর ইউনিয়নের
জামায়াতের সম্ভাব্য মেম্বার প্রার্থী আবু হানিফসহ উপজেলা জামায়াতের বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ।
