কুমিল্লার হোমনার মহিষমারী গ্রামে আশেকে রাসূল মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৯
ডিসেম্বর বিকালে দেওয়ানবাগীর দল মহিষমারী আয়োজনে ইমাম প্রফেসর ড. আরসাম
কুদরত-এ খোদা (মাঃ জিঃ) হুজুর কেবলার নির্দেশক্রমে মহিষমারী "খানকায়ে
মাহবুবিয়া পরিষদে" এ মহতি অনুষ্ঠান হয়।
মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের
পুনর্জীবনদানকারী মহামানব বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ
খোদা দেওয়ানবাগী (রহ.) এর ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে এ আশেকে রাসূল মিলাদ ও
মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে মহা মূল্যবান ওয়াজ নসিহত করেন, বাংলাদেশ
মাই টিভি ও মোহনা টিভি'র ধর্মীয় তাফসিরকারক হযরাতুল আল্লামা আশেকে রাসূল
সাব্বির আহমেদ ওসমানী।
মহান সংস্কারক বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট হযরত
সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী (রহ:)'র ৭৬ তম জন্মদিনে ৭৬পাউন্ডের কেক
কেটে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মহিষমারী আশেকে রাসূল জাকের ভাই ও জাকের
বোনদের পৃথক প্যান্ডেলে ও হোমনা তিতাসের বিভিন্ন গ্রাম থেকে আগত কয়েক শত
মুক্তিকামী মানুষ ও আশেকে রাসূলদের মিলন মেলায় অনুষ্ঠানটি ঈদের আনন্দে রূপ
নেয়।
পরে দেশের পরিস্থতি স্বাভাবিক রাখার জন্য ও বিশ্ব মুসলিম উম্মাহর
শান্তি কামনায় বিশেষ মোনাজাত শেষে আগত মেহমানদের মাঝে উন্নত মানের তাবারুক
(বিরানী) বিতরণ করা হয়।
