
কুমিল্লার হোমনার ৩সন্তানের জননী আয়েশা আক্তার (২৮) নামে এক প্রবাসীর স্ত্রী'র রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে বলে জানা যায়।
নিহত
গৃহবধূ দুলালপুর ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের সৌদী প্রবাসী আলমগীর হোসেনের
স্ত্রী ও বাঞ্ছারামপুর উপজেলার শেখেরকান্দি গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।
তবে
নিহতের মা ছালমা বেগম জানায়, ২মেয়ে ১ছেলে রেখে তাহার মেয়ে আয়েশা আত্মহত্যা
করেছে। বড় নাতনী সামিয়া ৪র্থ শ্রেণী পড়ে, মেজো নাতনী মারিয়া প্রথম
শ্রেণীতে পড়ে ও ছোট নাতিন কথা বলতে পারে। তিনি জানায়, বুধবার রাত সাড়ে
১১টার সময় ঘরের তীরের সাথে ওড়না গলায় পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
তার মেয়ের মাথায় সমস্যা ছিলো বলে তার দাবী। তাই তিনি কারো বিরুদ্ধে মামলা
করবেন না।নাম প্রকাশ না করার শর্তে জানায়-পরকিয়ার ঘটনায় আপত্তিকর ভিডিও
প্রবাসী স্বামীর কাছে দেয়া নিয়ে শ্বশুর পরিবারের সাথে দ্বন্দ্বের জের ধরে
রহস্যময় এ মৃত্যুর ঘটনা ঘটে। মোটা অংকের টাকায় ধামাচাপা দেয়া হয়েছে। তাই
দুই পরিবারের কেউ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে চাচ্ছে না।
এ বিষয়ে হোমনা
থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী সাংবাদিকদের জানান, আমরা খবর
পেয়ে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।
এ বিষয়ে কারো বিরুদ্ধে কোন অভিযোগ পায়নি।
