মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২
নাঙ্গলকোটে ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১:৪৭ এএম আপডেট: ১৬.১২.২০২৫ ২:০৭ এএম |


  নাঙ্গলকোটে ট্রাক চালকের মৃতদেহ উদ্ধারবারী উদ্দিন আহমেদ বাবর॥
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন পূর্ব চাঁন্দপুর গ্রামে শ্বশুরবাড়ি সংলগ্ন সড়কের পাশ থেকে আব্দুল মান্নান নামে এক ট্রাক চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। রবিবার রাতে স্থানীয় এক নারী সড়কের পাশে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে পাশ্ববর্তী চাঁন্দপুর দিঘিরপাড় বাজার-সহ আশপাশের লোকজন এসে মরদেহের পরিচয় শনাক্ত করে। 
নিহত আব্দুল মান্নানের বাড়ি একই উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে হলেও তিনি পেরিয়া ইউনিয়নের পূর্ব চাঁন্দপুর গ্রামের চতলিয়া পাড়ার আব্দুল মতিন মিস্ত্রির বড় মেয়ে রোকেয়া বেগমকে বিয়ে করে ঘরজামাই থাকতেন। আব্দুল মান্নান তুলাগাঁও গ্রামের মরহুম মমতাজ উদ্দিনের ছেলে। মিম ও মাহি নামে নিহতের ২ কন্যা সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী রোকেয়া বেগম বলেন, আমার স্বামী চট্টগ্রামে ট্রাক চালক হিসেবে চাকুরী করেন। আজ সকালে আমাকে ফোন করে জানায় তিনি বাড়িতে আসছেন। সর্বশেষ বিকাল ৪টায় পুনরায় ফোন করে বলে আমি কাছাকাছি চলে এসেছি, বাড়িতে এসে ভাত খাবো। এরপর আর কথা হয়নি। পরে সন্ধ্যায় লোকজনের মাধ্যমে জানতে পারি তার লাশ পড়ে আছে রাস্তার পাশে। 
প্রত্যক্ষদর্শী পূর্ব চাঁন্দপুর সরকারি আবাসনের বাসিন্দা নাছিমা বেগম বলেন,  আমি দেখেছি ৩ জন পুরুষ ও ১জন নারী ব্যাটারি চালিত অটো রিক্সা থেকে লোকটিকে ফেলে দিয়ে দ্রুত পশ্চিম দিকে চলে যায়। 
নাঙ্গলকোট থানা ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মহান বিজয় দিবস আজ
যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনে কুমিল্লায় দিনব্যাপী নানা আয়োজন
কুমিল্লায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
সিইউডিএফ বিজয় বিতর্ক উৎসব সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সাবেক ছাত্রলীগ নেতা মাইনুল গ্রেফতার
ডা. মোস্তাক আহম্মেদের ইন্তেকাল
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার ষড়যন্ত্র- হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২