নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লায় মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর
পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুমিল্লায় দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা
হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে দিবসটির সূচনা হবে ৩১ (একত্রিশ) বার
তোপধ্বনির মাধ্যমে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে। একই সঙ্গে সকল সরকারি,
আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এরপর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি
শ্রদ্ধা জানানো হবে। এদিন সকালে ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত
স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন,
শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও বিভিন্ন ডিসপ্লে
প্রদর্শনী। পরে বিকেলে একই ভেন্যুতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা
একাদশের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা একাদশের প্রীতি ফুটবল খেলার আয়োজন করা
হয়েছে।
স্বাধীনতা যুদ্ধে নিহত শহিদের স্মরণে দিবসটি উপলক্ষে কুমিল্লা
টাউন হল প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ
ছাড়া শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, জীবিত মুক্তিযোদ্ধা ও
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি
কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে
বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন থাকবে।
বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল,
জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার
ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে বিশেষ খাবার সরবরাহ করা হবে। পাশাপাশি জেলা ও
উপজেলার সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল থেকে
সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে এবং বিনা টিকেটে প্রদর্শনীর ব্যবস্থা
থাকবে। সকল পর্যটন কেন্দ্রে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা
হয়েছে এবং সরকারি ও বেসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহ সকাল থেকে
সন্ধ্যা পর্যন্ত বিনা টিকেটে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
