প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪২ এএম আপডেট: ১৫.১২.২০২৫ ৩:২৪ পিএম |

বশিরুল ইসলাম:
কুমিল্লায়
সাবেক ছাত্রলীগ নেতা মাইনুলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল কুমিল্লা
কোতয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ
নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাইনুল একজন সাবেক
ইউনিয়ন পরিষদ সদস্য ছিলেন এবং দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে
সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের
পাশাপাশি ডেলিগেটর হিসেবেও একাধিক প্রোগ্রামে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ৫ আগস্টের
পর দায়ের করা মামলার ভিত্তিতে মাইনুলকে গ্রেফতার করা হয়েছে। তিনি আওয়ামী
লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে
দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। এছাড়াও উপজেলা কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত
রয়েছে বলেও জানান তিনি। গ্রেফতারকৃত মাইনুলকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে
সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।