মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২
আইপিএল নিলামের আগে ৫৩ বলে সেঞ্চুরি সাইফার্টের
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ এএম আপডেট: ১৬.১২.২০২৫ ২:০৬ এএম |



 আইপিএল নিলামের আগে ৫৩ বলে সেঞ্চুরি সাইফার্টের
বিগ ব্যাশের দ্বিতীয় আসরে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে রান তাড়ায় অপরাজিত সেঞ্চুরিতে মেলবোর্ন রেনিগেডসের জয়ের নায়ক ছিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর বছরের পর বছর কেটে গেলেও, সেঞ্চুরির স্বাদ পাচ্ছিলেন না দলটির আর কেউ। দীর্ঘ ১৩ বছর আর ১২ মৌসুমের অপেক্ষা ফুরাল অবশেষে। খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি করলেন টিম সাইফার্ট।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির পঞ্চদশ আসরের দ্বিতীয় ম্যাচে রেনিগেডসের হয়ে ব্রিজবেন হিটের বিপক্ষে ৫৬ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সাইফার্ট। বিশ ওভারের ক্রিকেটে নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যানের পঞ্চম সেঞ্চুরির ইনিংসটি গড়া ৯ চার ও ৬ ছক্কায়।
এবারের আসরের প্রথম সেঞ্চুরি এটি। ৫৩ বলের সেঞ্চুরিটি এলো ২০২৬ আইপিএলের নিলামের ২৪ ঘন্টারও কম সময় বাকি থাকতে। নিলামের টেবিলে সাইফার্টের প্রতি ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ হয়তো এখন একটু বেশিই থাকবে। দেড় কোটি রুপি ভিত্তি মূল্যের তালিকায় আছেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান।
আইপিএলে এখন পর্যন্ত অবশ্য তেমন কিছু করতে পারেননি সাইফার্ট। ২০২১ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে করেন ২ রান। পরের বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই ম্যাচে করতে পারেন ২৪ রান।
ভিক্টোরিয়ায় সোমবার সাইফার্টের সেঞ্চুরি ও অলিভার পিকের (২৯ বলে ৫৭) ফিফটিতে ৫ উইকেটে ২১২ রানের পুঁজি গড়ে রেনিগেডস। জবাবে ব্রিজবেন হিট যেতে পারে ১৯৮ পর্যন্ত। ১৪ রানের জয়ে অভিযান শুরু করে রেনিগেডস।
ম্যাচের দ্বিতীয় ওভারে প্রথম স্ট্রাইক পান সাইফার্ট। প্রথম রানের দেখা পান তিনি মুখোমুখি চতুর্থ বলে শাহিন শাহ আফ্রিদিকে চার মেরে। এক বল পর পাকিস্তানি পেসারকে চার মারেন আরেকটি।
৩০ বলে ফিফটি করেন সাইফার্ট। অষ্টাদশ ওভারে আফ্রিদির হাই ফুল টসে দুই রান নিয়ে ৫৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ওই ওভারে আরেকটি ‘বিমার’ মারায় বোলিং থেকে সরিয়ে নেওয়া হয় আফ্রিদিকে।
১৯তম ওভারে কিপারের হাতে ধরা পড়ে শেষ হয় সাইফার্টের দারুণ ইনিংস।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মহান বিজয় দিবস আজ
যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনে কুমিল্লায় দিনব্যাপী নানা আয়োজন
কুমিল্লায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
সিইউডিএফ বিজয় বিতর্ক উৎসব সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক ছাত্রলীগ নেতা মাইনুল গ্রেফতার
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
ডা. মোস্তাক আহম্মেদের ইন্তেকাল
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার ষড়যন্ত্র- হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২