প্রথমে
একাদশ এবং পরবর্তীতে আর্নে স্লট লিভারপুলের স্কোয়াড থেকেই বাদ দিয়ে দেন
মোহামেদ সালাহ। মাঝে কোচের সরাসরি সমালোচনাও করেছেন এই মিশরীয় তারকা। এরই
মাঝে খেলায় ফিরে এক অ্যাসিস্টে ইতিহাস গড়লেন সালাহ। তবে হুগো একিতিকের জোড়া
গোলে ব্রাইটনের বিপক্ষে ২-০ ব্যবধানে লিভারপুল জিতেছে। একইদিন পৃথক ম্যাচে
জয় পেয়েছে আর্সেনাল ও চেলসি।
ঘরের মাঠ অ্যানফিল্ডে গতকাল (শনিবার)
লিভারপুল ও ব্রাইটনের ম্যাচে লড়াইটা ছিল সমানে সমান। একিতিকের দুটি গোলই
ম্যাচের ফল গড়ে দিয়েছে। ৪৯ শতাংশ পজেশনের পাশাপাশি ১৮টি শট নেয় লিভারপুল।
এর মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে ব্রাইটন ১৪ শটের মধ্যে স্রেফ একটি
লক্ষ্যে রাখতে পেরেছে। সাম্প্রতিক সময়ে সব লিগেই অধারাবাহিক লিভারপুলের
জন্য এই জয় অনেকটাই স্বস্তিদায়ক। যদিও ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তাদের
অবস্থান প্রিমিয়ার লিগ টেবিলের ছয়ে।
এদিনও অবশ্য সালাহ শুরুর একাদশে
ছিলেন না। ২৬ মিনিটে ডেভিড গোমেজ চোটে পড়লে স্লট মাঠে নামান মিশরীয়
ফরোয়ার্ডকে। একিতিকের জোড়া গোলের একটিতে বল যোগান দেন সালাহ। যা ৩৩ বছর
বয়সী এই তারকাকে একটি রেকর্ডবুকে তুলে দিয়েছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে
নির্দিষ্ট দলের হয়ে সর্বোচ্চ ২৭৬ গোলে অবদানের (গোল+অ্যাসিস্ট) রেকর্ড ছিল
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনির। তাকে ছাড়িয়ে
লিভারপুলের জার্সিতে ২৭৭তম গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট) রাখলেন সালাহ।
