সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২
দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে চায় না মোহামেডান
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৩২ এএম আপডেট: ১৫.১২.২০২৫ ১:২২ এএম |

 দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে চায় না মোহামেডান

১৬ ডিসেম্বর বসুন্ধরা কিংস-মোহামেডানের ভেন্যু ছিল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা স্টেডিয়ামে স্থানীয় প্রশাসনের কর্মসূচি রয়েছে। এজন্য ম্যাচ ভেন্যু বদলে জাতীয় স্টেডিয়ামে পুনঃনির্ধারিত হয়েছে। 
ফুটবলের প্রাণ দর্শক। অথচ বাফুফে বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ আয়োজন করতে চায় দর্শকশূন্য স্টেডিয়ামে। বাফুফে গতকাল মোহামেডান ক্লাবকে চিঠি দিয়ে জানিয়েছে, ১৬ ডিসেম্বর জাতীয় দিবস উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত সময় পার করবে। ঐ দিন পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী উপস্থিত থাকা সম্ভব না বিধায় বাফুফে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে চায়। আজ মোহামেডান ক্লাব ফেডারেশনে ফিরতি চিঠি দিয়েছে।
মোহামডোন ক্লাবের প্রেরিত চিঠিতে উল্লেখ রয়েছে, আন্তর্জাতিক ম্যাচগুলোতে অনেক দর্শক সমাগম হচ্ছে। ফুটবলপ্রেমীরা আবার মাঠে ফিরছে, সেখানে দর্শকশুন্য স্টেডিয়ামে খেলা আয়োজন সেই ধারাকে ব্যাহত করবে। মোহামেডান ক্লাব এমনটাই মনে করছে। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা পরিচালনা করলে সেটা দর্শকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এমনটাই শঙ্কা করছে ঐতিহ্যবাহী ক্লাবটি। আবার ১৬ ডিসেম্বর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কম থাকলে স্টেডিয়ামে অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটলে সেটা ফুটবলের এবং সামগ্রিক ক্রীড়া জগতের জন্য ভালো কিছু হবে না এটাও জানিয়েছে মোহামেডান।
মোহামেডান দেশের অন্যতম শীর্ষ সমর্থকপুষ্ট ক্লাব। কারণ দর্শকবিহীন ফুটবল ম্যাচ আয়োজনে একটি অনাকাঙ্খিত এবং প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করবে। ইতোমধ্যে মোহামেডানের উপর দর্শকদের চাপ রয়েছে। তাই মোহামেডান দর্শকবিহীন ম্যাচ খেলতে চায় না। ১৬ ডিসেম্বরের পরিবর্তে লিগ ও ফেডারেশন কাপের ফিকশ্চারের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্য যে কোনো দিন ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে মোহামেডান। বাফুফেকে বিষয়টি গুরুত্ব সহকারে নেয়ার আবেদন জানিয়েছে সাদা-কালো ক্লাবটি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার ষড়যন্ত্র- হাজী ইয়াছিন
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জামায়াতে যোগ দিলেন ওয়ার্ড বিএনপির সেক্রেটারীসহ একাধিক নেতাকর্মী
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২