সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২
লিগ বর্জন করা চার ক্লাবের অবনমন
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৩০ এএম আপডেট: ১৫.১২.২০২৫ ১:২২ এএম |

 লিগ বর্জন করা চার ক্লাবের অবনমন

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ বর্জন করা আট দলের চারটি শাস্তি পেয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী দিন খেলতে না আসায়। বিধি অনুযায়ী দ্বিতীয় বিভাগে স্বয়ংক্রিয়ভাবে অবনমন হয়ে গেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, কলাবাগান ক্রীড়া চক্র ও আম্বার স্পোর্টিং ক্লাবের।
এমন একটা পরিস্থিতি অনুমেয়ই ছিল। ক্লাবগুলির লিগ বর্জন নিয়ে টানাপোড়েন ও অনিশ্চয়তায় লিগ দফায় দফায় পিছিয়ে শুরু হয় রোববার। ঢাকার লিগ ক্রিকেট বর্জন করা ক্লাবগুলির মৌখিক ঘোষণাকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেনি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচিতে তাই রাখে ২০ ক্লাবের সবকটিকেই।
এই টুর্নামেন্ট বর্জন করা আট দলের চারটির ‘খেলা’ ছিল প্রথম দিন। তাদের কেউই উপস্থিত হয়নি। প্রথম দিন পাঁচ ম্যাচের মধ্েয বল মাঠে গড়ায় কেবল দুটিতে।
সোমবার দ্বিতীয় দিনেও পাঁচটি ম্যাচ আছে। লিগ বর্জন করা বাকি চার দলের মাঠে না আসার সম্ভাবনাই বেশি। না খেললে স্বয়ংক্রিয়ভাবে পরের ধাপে নেমে যাবে তারাও।
ক্লাবগুলোর অবনমন প্রসঙ্গে প্রথম বিভাগ ক্রিকেট লিগের সমন্বয়ক জামাল ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিগের প্লেয়িং কন্ডিশন অনুযায়ীই হয়েছে সব।
“কোনো দল যদি লিগে সম্পূর্ণ বা আংশিকভাবে অংশ নিতে ব্যর্থ হয়, যার মধ্যে প্রতিযোগিতা শুরুর পর নাম প্রত্যাহার করাও অন্তর্ভুক্ত- সেই দলকে অবিলম্বে অযোগ্য ঘোষণা করা হবে এবং তাদের অবনমন ঘটবে।”
“চলমান লিগে এই ধরনের দলকে আর অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। ওয়াকওভারের কারণেই চারটি ক্লাব অবনমিত হয়েছে। পরে কেউ অংশ নিতে চাইলে লিখিত আবেদন করতে হবে। তবে স্বাভাবিক প্রক্রিয়ায় তারা আর ফিরতে পারবে না।”
বিকেএসপি ৩ নম্বর মাঠে গাজী টায়ার্স অনুপস্থিত থাকায় পূর্ণ পয়েন্ট পেয়েছে ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। বিকেএসপি ২ নম্বর মাঠে পারটেক্স মাঠে না আসায় স্বয়ংক্রিয়ভাবে জয়ী দল হয়েছে বারিধারা ড্যাজলার্স। বিকেএসপি ৪ নম্বর মাঠে কলাবাগান ও আম্বার কোনো দলই উপস্থিত ছিল না।
অন্য ম্যাচগুলোতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ৮ উইকেটে ওল্ড ডিওএইচএসকে হারিয়েছে। মোহাম্মদপুরের সিলিকন সিটি গ্রাউন্ডে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৫৭ রানে জয় জিতেছে লালমাটিয়া ক্লাবের বিপক্ষে।
গত অক্টোবরের বিসিবি নির্বাচনকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটে চলছে দ্বন্দ্ব। এই নির্বাচন ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ’ ঘোষণা করে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় ঢাকার ৪৩টি ক্লাব। এরপর নানা উদ্যোগ নেওয়া হলেও তাদের অবস্থান বদলায়নি। বরং ২ ডিসেম্বর সংবাদ সম্মেলনে তারা জানায়, ৪৫টি ক্লাব ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকার সিদ্ধান্তে অটল।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার ষড়যন্ত্র- হাজী ইয়াছিন
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জামায়াতে যোগ দিলেন ওয়ার্ড বিএনপির সেক্রেটারীসহ একাধিক নেতাকর্মী
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২