
একপ্রান্ত ধরে
রেখে দলকে টানলেন অ্যারন জর্জ। তার আশি ছোঁয়া ইনিংসের সঙ্গে বাকিদের
টুকটাক অবদানে লড়ার মতো সংগ্রহ গড়ল ভারত অনূর্ধ্ব-১৯ দল। পরে নিয়ন্ত্রিত
বোলিংয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে লক্ষ্যের ধারেকাছেও যেতে দিল না তারা।
দুবাইয়ে
রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৯০ রানে
হারিয়েছে ভারত। বৃষ্টি বাধায় ৪৯ ওভারে নেমে আসা ম্যাচে ২৪০ রানে অলআউট হয়
তারা। লক্ষ্য তাড়ায় ১৫০ পর্যন্ত যেতে পারে পাকিস্তান।
দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে ভারত। সবার আগে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
এই ম্যাচেও দেখা বিতর্কিত এক কাণ্ডের পুনরাবৃত্তি। টসের সময় করমর্দন করেননি দুই দলের অধিনায়ক আয়ুশ মাত্রে ও ফারহান ইউসাফ।
টস
জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই বিস্ফোরক ব্যাটসম্যান বৈভাব
সুরিয়াভানশিকে ফিরিয়ে দেয় পাকিস্তান। আগ্রাসী শুরু করা আয়ুশ খেলতে পারেননি
বড় ইনিংস, করেন ৩ ছক্কা ও ৪টি চারে ২৫ বলে ৩৮।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারতের রান বাড়ান অ্যারন। তিনে নেমে এক ছক্কা ও ১২ চারে ৮৮ বলে ৮৫ রান করেন তিনি।
অ্যারন ছাড়া ভারতের কেউ পঞ্চাশ ছুঁতে পারেননি। সাতে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন কানিস্ক চৌহান, ৩ ছক্কা ও ২ চারে।
পাকিস্তানের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সাইয়াম ও আব্দুল সুবহান।
রান
তাড়ায় পাকিস্তানের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ৩০ রানে ৪ উইকেট হারিয়ে
ফেলে তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট
হারিয়ে গুটিয়ে যায় দ্রুতই।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে লড়াই চালিয়ে যান হুজাইফা আহসান। ছয়ে নেমে ২ ছক্কা ও ৯ চারে ৭০ রান করেন তিনি।
পাকিস্তানের হয়ে দুই অঙ্ক ছুঁতে পারেন আর কেবল দুই জন্য। তাদের মধ্যে ২৫ রানও করতে পারেননি কেউ।
দুর্দান্ত
বোলিংয়ে ১৬ রান খরচায় ৩ উইকেট নেন ভারতের ডানহাতি পেসার দিপেশ
দেভেন্দ্রান। অফ স্পিনার কানিস্কও ধরেন তিন শিকার। অলরাউন্ড পারফরম্যান্সে
ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি।
গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ
আগামী মঙ্গলবার, প্রতিপক্ষ মালয়েশিয়া। একই দিন সংযুক্ত আরব আমিরাতের
বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মালয়েশিয়াকে হারানো পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত
অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.১ ওভারে ২৪০ (আয়ুশ ৩৮, সুরিয়াভানশি ৫, অ্যারন ৮৫,
ভিহান ১২, ভেদান্ত ৭, আভিগিয়ান ২২, কানিস্ক ৪৬, খিলান ৬, হেনিল ১২, দিপেশ
১, কিষান ০*; রাজা ৯-১-৪৩-১, সাইয়াম ৯-০-৬৭-৩, সুবহান ৯.১-০-৪২-৩, নাকিব
৯-১-৩৮-২, হুসাইন ৭-০-৩৪-১, হুজাইফা ৩-০-১৬-০)
পাকিস্তান অনূর্ধ্ব-১৯
দল: ৪১.২ ওভারে ১৫০ (উসমান ১৬, সামির ৯, হাসান ০, হুসাইন ৪, ইউসাফ ২৩,
হুজাইফা ৭০, হামজা ৪, সুবহান ৬, সাইয়াম ২, নাকিব ২*, রাজা ৬; কিষান
৭.২-১-৩৩-২, হেনিল ৮-২-২৫-০, দিপেশ ৭-০-১৬-৩, কানিস্ক ১০-১-৩৩-৩, খিলান
৮-১-৩৩-১, সুরিয়াভানশি ১-০-৬-১)
ফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ৯০ রান জয়ী
ম্যান অব দা ম্যাচ: কানিস্ক চৌহান
