সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২
বিব্রতকর হারে রেসলিংয়ে ইতি টানলেন জন সিনা
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৩২ এএম আপডেট: ১৫.১২.২০২৫ ১:২২ এএম |

 বিব্রতকর হারে রেসলিংয়ে ইতি টানলেন জন সিনা



গত বছরই রেসলিং থেকে অবসরের ঘোষণা দেন জন সিনা। গতকাল (শনিবার) পর্দা নামল দুই দশকের বেশি সময় ধরে ডব্লিউডব্লিউই-র পরিচিত মুখের রেসলিং অধ্যায়। স্যাটার্ডে নাইট’স মেইন ইভেন্টে গান্থারের সঙ্গে শেষ লড়াই করেন। কিন্তু ক্যারিয়ারের শেষ হলো বিব্রতকর হারে, তাও আবার ট্যাপ আউট করে। প্রায় দুই দশকে এই প্রথম সিনাকে এভাবে আত্মসমর্পণ করতে দেখা গেল। 
প্রিয় রেসলারের এমন সমাপ্তি মানতে পারেননি দর্শকরা। ক্যাপিটাল ওয়ান এরেনায় উপস্থিত দর্শকদের একাংশ বিস্মিত, একাংশ ক্ষুব্ধ। খেলা শেষ হওয়ার পর গান্থারকে বাড়তি নিরাপত্তা নিয়ে মঞ্চ ছাড়তে হয়েছে। দুয়োয় তাকে ধুয়ে দিয়েছেন সমর্থকরা।
ম্যাচটা শুরু থেকেই ছিল টানটান। প্রথমে রিংয়ে আসেন গান্থার। তার জন্য প্রথম দফাতেই গ্যালারি জুড়ে দুয়ো। তার কিছুক্ষণ পরেই রিংয়ে সিনার প্রবেশ, আইকনিক থিমে ফেটে পড়ে চারপাশ। ১৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন তার শেষ যুদ্ধে নামতেই গ্যালারি আবেগে ফেটে পড়ে।
রিংয়ের ভেতর শুরু থেকেই আধিপত্য দেখান গান্থার। সিনার ফাইভ নকল শাফল, এসটিএফ একাধিক ট্রেডমার্ক মুভে দর্শক ভাবতে শুরু করে, হয়তো শেষটা অন্যরকম হবে। কিন্তু গান্থার নিয়ন্ত্রণ ফেরান। স্লিপার হোল্ডে প্রায় অচেতন করে দেন সিনাকে।
মাঝপথে সিনা ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ মুহূর্তে ট্যাপ আউট করেন। এরেনায় নেমে আসে স্তব্ধতা।
ম্যাচের পর রিংয়ে আসেন অন্য রেসলাররা- কার্ট অ্যাঙ্গল, মার্ক হেনরি, রব ভ্যান ড্যাম, ট্রিশ স্ট্রাটাস, মিশেল ম্যাকুল। ভিডিওতে ফিরে দেখা হয় সিনার ক্যারিয়ার। এরপর রিংয়ের মাঝখানে নিজের বুট রেখে দেন সিনা। ক্যামেরার দিকে তাকিয়ে স্যালুট দিয়ে বলেন, ‘এত বছর ধরে আপনাদের জন্য কাজ করতে পেরে আনন্দিত, ধন্যবাদ।’














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার ষড়যন্ত্র- হাজী ইয়াছিন
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জামায়াতে যোগ দিলেন ওয়ার্ড বিএনপির সেক্রেটারীসহ একাধিক নেতাকর্মী
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২