
কলকাতায়
লিওনেল মেসির 'গোট ইন্ডিয়া ট্যুর'-এর প্রথম পর্ব উৎসবের বদলে শেষ পর্যন্ত
রূপ নিল বিশৃঙ্খলা আর উত্তেজনায়। শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গন
(সল্টলেক স্টেডিয়াম) চত্বরে মেসিকে এক ঝলক দেখার সুযোগ না পেয়ে দর্শকদের
একাংশ ক্ষোভে ফেটে পড়ে। শুরু হয় বোতল ও চেয়ার ছোড়া, ভাঙচুর করা হয়
স্টেডিয়ামের বিভিন্ন সম্পত্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ
পর্যন্ত নামানো হয় র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ)।
ভোর ২টা ২৬ মিনিটে
কলকাতায় পা রাখার পর দিনটি শুরু করেন মেসি, ভার্চুয়ালি শহরে স্থাপিত তার ৭০
ফুট উচ্চতার মূর্তির উদ্বোধনের মাধ্যমে। সকাল সাড়ে ১১টার দিকে তিনি
সল্টলেক স্টেডিয়ামে প্রবেশ করেন। তবে মাঠে ঢোকার পরপরই রাজনৈতিক নেতা,
সাবেক ফুটবলার, কোচ ও আয়োজক কমিটির সদস্যদের ভিড়ে কার্যত ঘিরে ফেলা হয়
আর্জেন্টাইন মহাতারকাকে। ফলে গ্যালারিতে উপচে পড়া দর্শকদের বড় অংশই প্রিয়
আইডলকে কাছ থেকে দেখার সুযোগ পাননি।
স্টেডিয়ামে স্বল্প সময় অবস্থানের
সময় মেসি ছিলেন হাস্যোজ্জ্বল। করতালির গর্জনের মধ্যে তিনি দর্শকদের দিকে
হাত নেড়ে অভিবাদন জানান এবং মোহনবাগান 'মেসি' অল স্টার্স ও ডায়মন্ড হারবার
'মেসি' অল স্টার্সের প্রীতি প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়া সাবেক ভারতীয়
ফুটবলারদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য বিনিময় করেন।
তবে 'ল্যাপ অব অনার'-এর
সময় কর্তৃপক্ষ বারবার পথ পরিষ্কার করার চেষ্টা করলেও ভিড় সামলানো যায়নি।
এক পর্যায়ে উত্তেজনা চরমে ওঠে এবং গ্যালারির একাংশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরএএফ মোতায়েন করা
হয়।
এই বিশৃঙ্খলার জেরে সূচিভুক্ত একাধিক কর্মসূচি অসম্পূর্ণ থেকে যায়।
এর মধ্যে ছিল বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলকে সংবর্ধনা এবং শিশুদের জন্য
আয়োজন করা 'মাস্টার ক্লাস উইথ মেসি'। শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণেই
সল্টলেক স্টেডিয়ামে মেসির উপস্থিতি সংক্ষিপ্ত রাখতে বাধ্য হন আয়োজকরা।
