প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:১৭ এএম |
জাতীয়
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আচরণ বিধি মেনে কুমিল্লা-৬ সদর সংসদীয়
আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচনী
এলাকায় পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন।
এ কার্যক্রমের অংশ
হিসেবে শুক্রবার সকাল দশটার দিকে তিনি নিজে বিভিন্ন স্থানে সাঁটানো পোস্টার
অপসারণ করেন। এ সময় তিনি কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার সকল স্থান থেকে
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত পোস্টার, ব্যানার ও ফেস্টুন নির্বাচনী
আচরণবিধি ও নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমা অনুযায়ী নিজ ব্যয় ও দায়িত্বে
অপসারণ করার জন্য দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা জামায়াত আমীর মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
কাজী
দ্বীন মোহাম্মদ বলেন, “নির্বাচন কমিশন ও নির্বাচন আইনের (আরপিও) নির্দেশনা
মেনে চলাই আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। আমরা সর্বোচ্চ শৃঙ্খলা ও
স্বচ্ছতার সাথে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ।
নির্বাচনী প্রচারের–পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা আইনগত
বাধ্যবাধকতা, তাই আমরা তা যথাসময়ে বাস্তবায়ন করছি।”