রোববার ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২
বাঙ্গরায় প্রতারণার জালে ২৩ লাখ টাকা আত্মসাৎ
দুই ভাইয়ের বিরুদ্ধে ৫ পরিবারের অভিযোগ
তরিকুল ইসলাম তরুন:
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:১৭ এএম |




 বাঙ্গরায় প্রতারণার জালে ২৩ লাখ টাকা আত্মসাৎ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের সোনারামপুর গ্রামে প্রতারণার শিকার হয়ে পাঁচটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। ওই গ্রামের মৃত রকিব উদ্দিন আহাম্মদ ভুইয়ার দুই ছেলে জাকির হোসেন ও সালাউদ্দিন ভুইয়ার বিরুদ্ধে জমি বিক্রি ও হাওলাতের নামে প্রায় ২৩ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জানা যায়, প্রতারক দুই ভাই বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগী আবদুল মোমেন মোল্লার কাছ থেকে ৩০ শতক জমি বিক্রির কথা বলে নেওয়া হয় ১৪ লাখ ২০ হাজার টাকা। ডাক্তার জাহাঙ্গীর আলম ভুইয়ার ছেলে মনির হোসেন ভুইয়ার কাছ থেকে ৮ শতক জমির বায়না বাবদ নেওয়া হয় ৪ লাখ টাকা।
এছাড়া আত্মসাৎকৃত অর্থের মধ্যে রয়েছে দীর্ঘদিনের হাওলাত। মৃত রকিব উদ্দিন আহাম্মদ ভুইয়ার বোন খোদেজা বেগমের কাছ থেকে নেওয়া ৩ লাখ টাকা এবং মৃত বেদন মাস্টারের স্ত্রী নজিবা খাতুনের কাছ থেকে নেওয়া ২ লাখ টাকা এখনো পরিশোধ করা হয়নি। স্থানীয় আবুল খায়েরের কাছ থেকে নেওয়া ৫০ হাজার টাকা মূল্যের ল্যাপটপের দামও বাকি রেখেছে প্রতারকদ্বয়।
শুধু সাধারণ মানুষই নন, প্রতারণার শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমানও। তার কাছ থেকে ৪০ শতক জমির বায়না হিসেবে ১০ হাজার টাকা নিলেও পরে জমিটি অন্যত্র বিক্রি করে দেন দুই ভাই। বায়নার সেই অর্থও ফেরত দেননি তারা।
দুই ভাইয়ের এ ধরনের প্রতারণা এলাকায় ছড়িয়ে পড়ায় গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হায়দরাবাদ–সোনারামপুর এলাকার মানুষ দ্রুত প্রতারকদ্বয়কে আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্তদের অর্থ উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিন ভুইয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে অপর অভিযুক্ত জাকির হোসেন ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গিতে বলেন- “পত্রিকায় রিপোর্ট করে কি তারা আমার কাছ থেকে জমি ও টাকা নিতে পারবে?”
ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রতারক দুই ভাইয়ের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে আরও অনেক মানুষ প্রতারণার শিকার হতে পারেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
সেঞ্চুরি মিস করে যা বললেন বাংলাদেশি ওপেনার
বাতিলের শঙ্কা মাথায় নিয়েই শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ
ম্যাচ চলাকালে মৃত্যু, সেই ফিজিওর পরিবারের পাশে বিসিবি
মেসিকে এক নজর দেখার লড়াইয়ে স্টেডিয়ামে তাণ্ডব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওসমান হাদির মাথায় গুলি
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জনগণের কল্যাণে আমি আমৃত্যু কাজ করে যেতে চাই- মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২