শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫
২৮ অগ্রহায়ণ ১৪৩২
বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ জসিম উদ্দিন চৌধুরী ইন্তেকাল
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ১২.১২.২০২৫ ১:১০ এএম |



 বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ  জসিম উদ্দিন চৌধুরী ইন্তেকালনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার প্রথম মুক্তাঞ্চল জগন্নাথ দিঘিতে পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লার প্রবীণ রাজনীতিবিদ জসিম উদ্দিন আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে কুমিল্লা হাউজিং এস্টেটের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মরহুম জসিম উদ্দিন আহমেদ চৌধুরী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এই রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের সময় সম্মুখসমরে অংশ নিয়ে দেশের স্বাধীনতার জন্য অসামান্য অবদান রাখেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করে গেছেন।
তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুমের প্রথম জানাজা বুধবার বেলা ১১টার সময় কুমিল্লা হাউজিং এস্টেট খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের নিজ গ্রাম চৌদ্দগ্রাম উপজেলার নারানকরা মাদ্রাসা মাঠে বাদ যোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জসিম উদ্দিন আহমেদ চৌধুরীকে দাফন করা হয়।
জানাজায় সাবেক পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কাউন্সিলর সেলিম, হাউজিং কল্যাণ পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শাহাব উদ্দিন, সভাপতি ডা.শাহজাহান, মরহুমের জামাতা ও জেলা বিএনপি নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৮ অক্টোবর ভারতের বড়টিলা চীফ ক্যাম্প চীফ হিসেবে চৌদ্দগ্রাম জগন্নাথ দীঘি এলাকা হানাদার মুক্ত করে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন ১৯৭০ সালের নির্বাচিত এমএলএ মীর হোসেন চৌধুরী, আলহাজ্ব জালাল আহম্মেদ সহ চার জন সদস্য এবং সাথীয় মুক্তিযোদ্ধারা। এটাই ছিলো বৃহত্তর কুমিল্লা স্বাধীনতার। 
এছাড়াও কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ৯০ দশক থেকে তিনি বিভিন্ন আন্দোলন করে আসছিলেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
নভেম্বরে কুমিল্লার সড়কে ঝরেছে ২২ প্রাণ
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গোমতীর উত্তরের জনপদকে নগরায়নে রূপ দেওয়া হবে
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি, কারা পেলেন মনোনয়ন
পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত ঘোষণার দাবিতে মতবিনিময় সভা
লালমাইয়ের ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ফটক নির্মাণ ও উদ্বোধন করলেন আবদুল্লাহ আল মামুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২