বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লা-৬ আসনে গণসংযোগ, সমাবেশ ও ওঠান বৈঠক
দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে -দ্বীন মোহাম্মাদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ১১.১২.২০২৫ ১:৫৭ এএম |




দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে -দ্বীন মোহাম্মাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ১০ ডিসেম্বর, বুধবার দিনব্যাপী গণসংযোগ, নির্বাচনি সমাবেশ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সহযোগিতামূলক কর্মসূচিতে অংশ নেন।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী শেষ করে সন্ধ্যা ৬টায় আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আমতলী শাহি জামে মসজিদ প্রাঙ্গণে নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ নং ওয়ার্ড সেক্রেটারি মহিউদ্দিন শিল্পির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমীর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিবেবে ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, ইউনিয়ন আমীর মাওলানা ফয়েজুল ইসলাম, এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি মোঃ খোরশেদ আলম খান, ইউনিয়ন সহকারী সেক্রেটারি কাজী তাজুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি গোলাম আজম জুয়েল, ইউনিয়ন নায়েবে আমীর মোঃ গিয়াস উদ্দিন আজম শাহ, মোঃ রিপন, শওকত আলম, মোঃ মহসিন, অবঃ সুবেদার আবুল কাশেম, মোঃ মাসুদ রানা, মোঃ লোকমান স্যার,অধ্যক্ষ মিজানুর রহমান শেলী স্যার,মোঃ হারুনর রশীদ, মোঃ হুমায়ুন রশিদ, মোঃ আকাশ, মোঃ মহিউদ্দিন মুন্সি,কাজী আবুল হোসেন,মোঃ শাহাদাত উল্লাহ নয়ন,মোঃ গোলাম মোস্তফা, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আকতার হোসেন, মোঃ নুরুল হুদা, মোঃ ইব্রাহিম খলিল, আব্দুল হালিম মুকুল,মোঃ কারিবুল হাসান,মোঃ জহিরুল ইসলাম, আল আমিন, সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মহিউদ্দিন। বিশেষ অতিথি মাওলানা দেলোয়ার হোসেন সবুজ তার বক্তব্যে বলেন, “দেশের মানুষ সব দলের শাসন দেখেছে। এবার তারা জামায়াতে ইসলামির ‘দাঁড়িপাল্লা’র শাসন দেখতে চায়-শান্তি, ন্যায় ও সুশাসনের শাসন। জনগণের প্রত্যাশা এবার ভিন্ন, তারা পরিবর্তন চায়।”
অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, “সুরা বনী ইসরাইলের একটি আয়াত আমাদের শিক্ষা দেয় রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া সমাজে মদ, জুয়া, জেনা সহ বড় অপরাধের শাস্তি কার্যকর করা যায় না। তাই ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারীদের লুটপাট দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে,দশটি ব্যাংকে টাকা নাই, সালমান এফ রহমানসহ বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী দেশের পাঁচ বছরের বাজেটের সমপরিমাণ টাকা লুট করেছে। বিদেশি সন্ত্রাসী এনে দেশের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। দেশে এক কোটিরও বেশি মানুষ মাদকাসক্ত—এটা জাতির জন্য মারাত্মক হুমকি।”
তিনি উল্লেখ করেন, “মহান আল্লাহ বলেন-‘জেনার কাছেও যেও না।’ ‘সুদ খেও না।’ অথচ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এসব পাপ ছড়িয়ে পড়ছে। বর্ডারের আশপাশে মাদক বিক্রি হয়, কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এতে জড়িত-এটা জাতির জন্য বিপদজনক।”
অধ্যাপক মামুন আরও বলেন, “৫৪ বছরে দেশের সব টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। শিল্প–কারখানা ধ্বংস হয়েছে। তাই দেশের উন্নয়ন ও মুক্তির জন্য আল্লাহর নির্দেশ মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদ কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “যারা ইমান এনেছে এবং হিজরত করেছে তারা সফল হয়েছে। আর যারা সঠিক পথে চলতে বাধা দেয়, তাদের আমল নস্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সত্য ও ন্যায়ের পথে থাকার নির্দেশ দিয়েছেন।”
তিনি বলেন, “প্রিয় কুমিল্লাবাসী, আল্লাহ যদি সুযোগ দেন তাহলে আমরা জনগণের সেবক হতে চাই, শাসক হতে চাই না। যদি দুর্নীতি দমন করতে চান, লুটপাট বন্ধ করতে চান—তাহলে দাঁড়িপাল্লায় ভোট দিন।”
তিনি আরও বলেন “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল উচ্চশিক্ষিত, মেধাবী ছাত্রছাত্রীরা ছাত্রদের নির্বাচিত করেছে, আর তাদের বাবারা ভাইয়েরা  দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে ”
সেবা ও উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, “জনগণের আমানত যথাস্থানে পৌঁছে দেব। কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ দেওয়া হবে। দেশে দুর্নীতি থাকবে না—দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে। যুবকদের উদ্দেশে বলছি-এক হাতে সার্টিফিকেট, আরেক হাতে চাকরি-এমন ব্যবস্থা করতে চাই ইনশাআল্লাহ।”
ওঠান বৈঠকে হাজারো সাধারণ মানুষ উপস্থিত হয়ে দাঁড়িপাল্লার প্রতি সমর্থন জানান।
সমাবেশ শেষে ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী নির্বাচনি অফিসের উদ্বোধন করেন প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আমতলী নির্বাচনি অফিস উদ্ভোদন করেন সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, মাওলানা ফয়েজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত ঘোষণার দাবিতে মতবিনিময় সভা
গোমতীর উত্তরের জনপদকে নগরায়নে রূপ দেওয়া হবে
‘প্রতিযোগিতা’ করে সড়ক বিভাজকের গাছে ফেস্টুন
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি, কারা পেলেন মনোনয়ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি ডা. শহীদুল্লাহর ইন্তেকাল
স্কুলে ভর্তির লটারি কাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২