বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
দাউদকান্দিতে কিশোর ফাহিম হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ১১.১২.২০২৫ ১:৫৭ এএম |



 দাউদকান্দিতে  কিশোর ফাহিম  হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তারআলমগীর হোসেন,দাউদকান্দি।।
কিশোর অটোচালক ফাহিম (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি রাসেল (২৫)কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর আসামি রাসেলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়,মঙ্গলবার(০৯ ডিসেম্বর) গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার মূল আসামি রাসেলকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাসেল শেরপুর জেলার নকলা উপজেলার চক্কাকান্দা গ্রামের দারোগ আলীর ছেলে? সে বর্তমানে দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের ফজলুল হক সরকারের ভাড়াটিয়া ছিল? 
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসান হাসান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার মূল আসামি রাসেলকে গ্রেফতার করা হয়েছে? আসামি রাসেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সে আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম বলেন, ঘটনাটি ছিল একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার মূল আসামিকে গ্রেফতার করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে খুব অল্প সময়েই চিহ্নিত করে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য,গত ২৪ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে দাউদকান্দি মডেল থানাধীন সুইজ গেট সংলগ্ন খালপারে ফাহিমকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত ঘোষণার দাবিতে মতবিনিময় সভা
গোমতীর উত্তরের জনপদকে নগরায়নে রূপ দেওয়া হবে
‘প্রতিযোগিতা’ করে সড়ক বিভাজকের গাছে ফেস্টুন
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি, কারা পেলেন মনোনয়ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি ডা. শহীদুল্লাহর ইন্তেকাল
স্কুলে ভর্তির লটারি কাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২