
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট- লালমাই) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি শামছুদ্দোহা আশরাফী বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন।
বুধবার সকালে মোটরসাইকেল শোডাউনটি নাঙ্গলকোট এ আর হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে উপজেলার দৌঁলখাঁড়, বক্সগঞ্জ, ঢালুয়া, হাসানপুর, বাঙ্গড্ডা বাজার হয়ে ভুচ্ছি, বাগমারা প্রদক্ষিন করে শানিচৌঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সমাবেশের মিলিত হয়।
সমাবেশে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি শামছুদ্দোহা আশরাফী বলেন, ইসলাম কখনো কারও হক নষ্ট করে না। তাই ইসলামি আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে মুসলিম-অমুসলিম নির্বিশেষে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে এবং সমান সুযোগ-সুবিধা ভোগ করবে।
এসময়ে তিনি নির্বাচিত হলে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন বলেও জানান।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা বাকি বিল্লাহ, লালমাই উপজেলা সভাপতি গাজী মাসুম খায়ের, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিন সভাপতি মুফতি হাবিবুন নবী ইমন, সহ-সভাপতি ডা. আবদুল মমিন মজুমদার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা নুরুদ্দিন হামিদী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা লোকমান আশরাফীসহ অনেকে।
