নিজস্ব
প্রতিবেদক: সমাজের অধিকারবঞ্চিত মানুষ ফিরে পাক তাদের ন্যায় ও
ইনসাফভিত্তিক অধিকার”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১০ ডিসেম্বর)
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার
আয়োজনে সকালেই টাউন হল মাঠ থেকে র্যালিটি বের হয়ে নগরীর কান্দিরপাড়সহ
বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার টাউন হলে ফিরে আসে।
র্যালিতে মানবাধিকারকর্মী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ
নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা একটি রাষ্ট্র ও
সমাজের যৌথ দায়িত্ব। মানুষের ন্যায্য অধিকার সুরক্ষায় ব্যক্তিগত ও সামাজিক
বিবেককে জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, গণতন্ত্র ও উন্নয়নের
ধারাবাহিকতা বজায় রেখে মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান
অঙ্গীকার। বক্তারা বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে মানবাধিকারের
সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি এডভোকেট
কাইমুল হক রিংকু। এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি মাসউদ আলম,
সহ-সভাপতি কাজী মাহতাব, মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক মুরশিদুর রহমান
সোহেল, মানবতাবাদী জেলা নেতা মিজানুর রহমান, আব্দুল মালেক হিরন, আব্দুল
আউয়াল, নজরুল ইসলাম ফিরোজ, জাফর আলম সুমন, প্রচার সম্পাদক সাংবাদিক এইচ এম
মহিউদ্দিন, শাহ আলম, মোঃ মনির হোসেন, এডভোকেট ফেরদৌস আলম দুলাল, অ্যাডভোকেট
আবু বকর সিদ্দিকী মামুন, আনিসুর রহমান, আওরঙ্গজেব খান, রাশেদা আক্তার,
সেলিনা বেগম, নুরুল আমিন ইমন, মেশকাত উদ্দিন প্রমুখ।
