বিএনপি
চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন নির্বাচনী পথসভায় আদর্শ
সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন এর চাঁনপুর এলাকায় বলেন, আমাদের সকলের নেতা এই
আসনের সাবেক এমপি ও মন্ত্রী মরহুম আকবর হোসেন চাঁনপুর ব্রিজের গোড়ায়
দাঁড়িয়ে বলেছিল কুমিল্লা ৬ আসনের পরবর্তী নেতা ইয়াছিন। কর্নেল আকবর ভাইয়ের
মত একজন গুণী মানুষ সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ।
তারপর থেকে আমি আপনাদের মাঝে আছি । আমি এই এলাকার মানুষের সুখে-দুখে পাশে
ছিলাম । আওয়ামী লীগ সরকারের মামলা হামলায় জুলুম নির্যাতনে নেতাকর্মীদের
কারাগারের ব্যয়-বার সহ সকল কিছুতেই পাশে ছিলাম ।
গতকাল বুধবার (১০,
ডিসেম্বর) বিকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পাঁচথুবি ইউনিয়নের নির্বাচনী
পথসভায় এসব কথা বলেন কুমিল্লা ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি
চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন।
তিনি আরো বলেন,
পরিষ্কারভাবে বলতে চাই আমি আপনাদের মাঝে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ।
পৃথিবীর কোন ষড়যন্ত্র আপনাদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না ।
আমি আপনাদের কাছে দোয়া চাই ?। এত হস্তা জিনিস আমি না ।
তিনি আরো বলেন,
আপনারা জানেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ । উনি
মৃত্যুশয্যায় । আমি আপনাদের কাছে অনুরোধ করবো পাঁচ ওয়াক্ত নামাজ শেষে
আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার
জন্য দোয়া করবেন । ১৮ কোটি মানুষের শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার
সুস্থতা কামনায় দোয়া করবেন ।
পথসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর
বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সাংগঠনিক
সম্পাদক ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের
আলম জিলানী, সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, মহানগর ছাত্রদলের সভাপতি
নাহিদ রানাসহ পাঁচথুবি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও তিনি পাঁচথুবি ইউনিয়নের চানপুর, শিবের বাজার, সাহাপুর, রাচিয়া, সুবর্ণপুর এলাকাগুলোতে নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
