মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
উত্তাপ ছড়ানো ম্যাচে আর্জেন্টিনার দলকে রুখে দিল মানিক-মাসুদরা
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১১ এএম আপডেট: ০৯.১২.২০২৫ ১:১৯ এএম |




 উত্তাপ ছড়ানো ম্যাচে আর্জেন্টিনার দলকে রুখে দিল মানিক-মাসুদরা

গোল, হাতাহাতি, লাল কার্ড-কী ছিল না রেড গ্রিন ফিউচার স্টার ও আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক ক্লাব আতলেতিকো চার্লোনের মধ্যকার ম্যাচে! শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ঘুরে দাঁড়িয়ে ড্র করে মাঠ ছাড়ে অতিথিরা।
জাতীয় স্টেডিয়ামে সোমবার লাতিন-বাংলা সুপার কাপের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাসুদ রানার গোলে এগিয়ে যায় রেড গ্রিন। দ্বিতীয়ার্ধে আতলেতিকো চার্লোনকে সমতায় ফেরান আলিয়ান সামিয়েন্তো।
অনূর্ধ্ব-২০ দলের এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচে ব্রাজিলের তৃতীয় স্তরের দল সাও বার্নার্দোর বিপক্ষে ৪-০ গোলে হেরেছিলেন মাসুদ-রিফাতরা।
ওই হারের হতাশা সামলে এদিন আশা জাগানিয়া শুরু পায় রেড গ্রিন। চতুর্থ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে দারুণ শটে দলকে এগিয়ে নেন মাসুদ।
২১তম মিনিটে বাম দিকে দিয়ে সতীর্থের থ্রু পাস ধরে একক প্রচেষ্টায় আক্রমণে ওঠেন মোহাম্মদ মানিক, গায়ের সাথে সেঁটে থাকা ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে নিখুঁত শটে গোলরক্ষকের পাশ দিয়ে জাল খুঁজে নেন তিনি। ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মানিক যখন গ্যালারির কাছে গিয়ে উদযাপনে ব্যস্ত, তখনই ওঠে অফসাইডের পতাকা।
দ্বিতীয়ার্ধের শুরুতে সামিয়েন্তোর দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরে চার্লোন। ডান দিক থেকে এই ফরোয়ার্ডের শট তার এক সতীর্থের পায়ের ফাঁক দিয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়। তার পেছনে থাকা রেড গ্রিনের ডিফেন্ডাররা হতবাক হয়ে যান।
৬০তম মিনিটে বক্সে দেখে শুনে জায়গা করে নিয়ে দুর্বল শটে গোলকিপারের হাতে বল তুলে দেন মোহাম্মদ আরিফ।
আগেও কয়েকবার একটু-আধটু হাতাহাতি হয়েছে দুই পক্ষের মধ্যে, ৭৬তম মিনিটে তা বড় আকার ধারণ করে। ওই ঘটনায় চার্লোনের দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেস এবং বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ানকে লাল কার্ড দেখান রেফারি।
এরপর খেলা পুনরায় শুরু হলে রেড গ্রিন চেপে ধরে প্রতিপক্ষকে, কিন্তু আক্রমণভাগের কেউ কার্যকর হতে পারেননি। ৮৭তম মিনিটে মাসুদের দূরপাল্লার ফ্রি কিক বাতাসে ভেসে পোস্টে ঢুকতে বসেছিল। অনেকটা লাফিয়ে ওঠা গোলকিপারের গ্লাভস ছুঁয়ে পোস্টে লেগে বল যায় বাইরে। সুবর্ণ সুযোগ নষ্ট হওয়ার হতাশায় পোড়ে রেড গ্রিন।
যোগ করা সময়ে গোললাইনে সেভ করে দলকে সমতায় রাখেন মাসুদ। পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল গ্লাভসে জমাতে ব্যর্থ হয়েছিলেন গোলকিপার আলিফ রহমান ইমতিয়াজ। প্রতিপক্ষের হেড পাল্টা হেডেই ক্লিয়ার করেন মাসুদ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
ডাস্টবিনের ময়লা রাস্তায়, ডেঙ্গু আতঙ্ক
৮-১৫ডিসেম্বরের মধ্যে যেকোন দিনতফসিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২