সাবেক
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও
রোগমুক্তি কামনায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ আছর কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের বাইতুন নূর
হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে ওই অনুষ্ঠান হয়। মোনাজাত
শেষে উপস্থিত সকল মুসল্লির মাঝে তবারক বিতরণ করা হয়। দেশের নেত্রীর দ্রুত
আরোগ্য ও কল্যাণ কামনায় এই ধর্মীয় আয়োজনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া
ফেলে।
বাঙ্গরা গ্রামের জাহাঙ্গীর সওদাগরের উদ্যোগে এই মাহফিলের আয়োজন
করা হয়। তিনি সাংবাদিকদের জানান, কুমিল্লা-৩ আসনের সাবেক এমপি কাজী শাহ
মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুপ্রেরণায় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
দ্রুত সুস্থতা কামনায় ২টি কোরআন শরীফ খতম ও বিশেষ দোয়ার ব্যবস্থা করেছি।
আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। মাদ্রাসার প্রাঙ্গণ ধর্মীয়
ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে। এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, হাফেজ ও
স্থানীয় লোকজন অংশ নেন।
পুরো বিকেলজুড়ে মাদ্রাসার হাফেজ ও শিক্ষার্থীরা
নিষ্ঠার সাথে ২টি কোরআন শরীফ সম্পূর্ণ তেলাওয়াত করেন। তেলাওয়াত শেষে
মাদ্রাসার শিক্ষকবৃন্দের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা,
দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত
হয়।
