
মোঃ হুমায়ুন কবির মানিক।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড়ে অবস্থিত আইডিয়াল ইসলামিক একাডেমীর উদ্যোগে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে।
একাডেমীর সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে এবং সেক্রেটারী রহমত উল্লা জিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিরপাড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আইডিয়াল ইসলামিক একাডেমীর সহ-সভাপতি আব্দুল আউয়াল, পরিচালক মাসুদ রানা, মিজানুর রহমান, সাখাওয়াত হোসাইন এবং একে এম মিজানুর রহমান।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আইডিয়াল ইসলামিক একাডেমীর এই আয়োজন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
