
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা -৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সেলিম মাহমুদ বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন তিনি। এতে ইসলামি আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের শতশত নেতাকর্মী অংশ নেন।
সকাল ৯টায় লাকসাম উপজেলার স্টেডিয়াম মাঠ থেকে শোডাউন শুরু হয়। এরপর শোভাযাত্রা খিলা, নাথেরপেটুয়া,বিপুলাসার, লক্ষনপুর, বাইশগাও, চিতোষী,মুদাফরগন্জ বাজার এলাকার প্রধান সড়কগুলো অতিক্রম করে। দিনব্যাপী শোডাউন লাকসাম মডেল মসজিদের মাঠে গিয়ে শেষ হয়।
মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে পথের দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন স্থানে স্থানীয়রা হাত নাড়িয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান।
শোডাউন শেষে সেলিম মাহমুদ সাংবাদিকদের বলেন, ইসলাম সকল ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর। ইসলাম কখনো কারও হক নষ্ট করে না। তাই ইসলামি আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে মুসলিম-অমুসলিম নির্বিশেষে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে এবং সমান সুযোগ-সুবিধা ভোগ করবে।
তিনি আরও বলেন, এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে হলে সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। ইসলামি আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই কাজ করছে।
তিনি সকলকে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি শামছুদ্দোহা আশরাফী, সেক্রেটারী মাহমুদুর রহমান হাসিব, ইসলামী আন্দোলন নেতা হাফেজ নুরুদ্দিন, হাফেজ শরাফত করীম, মনোহরগঞ্জ দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আহমাদ উল্লাহ, সেক্রেটারী ডাঃ মাওলানা আবু ছালেহ, কেন্দ্রীয় ইসলামী শ্রমিক আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন সুমন, কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মোরশেদুল আলম, ইসলামী যুব আন্দোলন নেতা নুরুল আলম সুমন, মমিন উল্লাহ প্রমুখ।
