শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২
পোস্টারের দখলে দাউদকান্দির মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১:২৬ এএম আপডেট: ০৫.১২.২০২৫ ১:৩৪ এএম |



 পোস্টারের দখলে  দাউদকান্দির  মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকায় অবস্থিত 'মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি পোস্টারে ঘিরে আছে। অথচ প্রতি বছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবস এলে হাজারো মানুষ তাদের শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের এই স্মৃতিস্তম্ভটিতে। বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলেও এখনও অপসারণ করা হয়নি পোস্টার। এনিয়ে রাজনৈতিক অঙ্গন সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। 
সরেজমিনে দেখা যায়,স্মৃতিস্তম্ভটি ঘিরে রেখেছে আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণার ২জন প্রার্থীর পোস্টারে। অন্যদিকে ওয়াজ মাহফিলের পোস্টার, স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি পোস্টারে ছেয়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি। দেখে মনে হবে প্রচারণার ইজারাদারের দায়িত্বে রয়েছে স্মৃতিস্তম্ভটি। 
এমন কর্মকাণ্ডের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনকে। তিনি তার ভেরিফাই ফেইসবুক পেইজে লিখেন, 'বিজয়ের মাসে মহান বিজয় দিবসের পূর্বক্ষণে দাউদকান্দি বিশ্বরোডে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভতে এতো পোস্টার লাগানো কি শহীদদের প্রতি কী অসম্মানের সামিল নয়? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।'
স্মৃতিস্তম্ভে এসব পোস্টার লাগানো অবশ্যই দুঃখজনক বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলার শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। তিনি বলেন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এই দুটি দিবস ছাড়া স্মৃতিস্তম্ভটির খবর রাখে না কেউ। এমন কর্মকাণ্ড মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের চেতনাকে অসম্মান করার ছাড়া মোটেও কোন সুফল বয়ে আনে না।সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেয়ার অনুরোধ জানাই।
এবিষয়ে দাউদকান্দি পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম বলেন, এসব পোস্টার দ্রুত অপসারণ করে এর সমাধান করা হবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সকালে ঢাকায় পৌঁছাবেন জুবাইদা রহমান
খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন
ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালিদ হোসেন
বুড়িচংয়ে প্রবাসীরস্ত্রীর লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি
খালেদা জিয়ার সুস্থতা কামনা চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
‘ফলস স্মাটে’ কৃষকের সর্বনাশ
‘কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর কাছে কিছু প্রত্যাশা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২