
গত ১৭টি বছর বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন ও অত্যাচার চালিয়েছে এবং শেষ করে দেওয়ার জন্য যেভাবে টর্চার করেছে আজকে দেশনেত্রীর এ অবস্থার জন্য স্বৈরাচার সরকার দায়ী এমনটাই মন্তব্য করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও বিজিএমই এর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে লাকসাম মুদাফরগঞ্জ আনছারিয়া কমপ্লেক্সে মাঠে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মুনাজাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশকে একটি সুন্দর সুষ্ঠু গনতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালিয়েছেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আজকের এ অবস্থার জন্য জনগন স্বৈরাচার সরকারকে কখনো ক্ষমা করবে না। এছাড়াও প্রশাসনও তার ব্যবস্থা নিচ্ছে।
ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন,আমাদের নেত্রী সবসময় বাংলাদেশের জনগনের ও গনতন্ত্রের পাশে ছিল। যার কারনে সকলে গনতন্ত্রের নেত্রী হিসেবে আখ্যায়িত করে।
এছাড়াও তিনি আরও বলেন, এ দুনিয়াতে শেখহাসিনার বিচার হলেও তার কর্মকান্ড এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এ অবস্থার জন্য আসরের ময়দানেও আল্লাহপাক তাকে রেহায় দেবে না।
পরে লাকসাম- মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ও ড. রশিদ আহমেদ হোসাইনীর সহযোগিতায় বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরন করা হয়।
এসময় লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা শহীদ জিয়া পরিষদের আহবায়ক মোঃ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ইয়াসিন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
