শনিবার ৬ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২
চান্দিনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০৩ এএম |



কুমিল্লার চান্দিনায় বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা উপজেলার কেরণখাল ইউনিয়নের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন।
ওই ইউনিয়নের ছয়ঘড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া শেষে বেগম জিয়ার সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক এড. মোকসেদুর রহমান আবির, মো. জসিম উদ্দিন সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জি. মাসুদুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহিম রনি, ওমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল আহবায়ক জাহাঙ্গীর খান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব ভিপি ওয়াহেদুজ্জামান মোল্লা, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, সিনিয়র যুগ্ম আহবায়ক এরশাদুল হক, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোকারম মজুমদার, তানভীর হাসান, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবকদল ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ মোল্লা প্রমুখ। 
এর আগে সকাল ১১টায় উপজেলার মহিচাইল ইউনিয়নের বামুটিয়া বায়তুল মামুর জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ওমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল আহবায়ক জাহাঙ্গীর খান এর আয়োজনে ওই দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন সহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কমীরা।
অপরদিকে বাদ জুম্মা উপজেলার নবাবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন কেন্দ্রীয় কৃষকদল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. কাজী সাখাওয়াত হোসেন। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
চাঁদাবাজি লুটপাট বন্ধ করতে দাড়িপাল্লায় ভোট দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, স্ট্রোক করে বিএনপি সমর্থকের মৃত্যু
পোস্টারের দখলে দাউদকান্দির মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
কুমিল্লায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে, গোসল করতে থাকা ৩ নারী নিহত
আরো ৩৬ আসনে বিএনপির মনোনয়ন যারা পেলেন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২