চৌদ্দগ্রাম
প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার
সুস্থ্যতা কামনায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের
প্রত্যন্ত অঞ্চলের মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতাকর্মী ও
সাধারণ মানুষ শুক্রবার বাদ জুমা মিলাদে অংশগ্রহণ করেন। এছাড়া
বিভিন্নস্থানে পথচারী ও ভিক্ষুকদের মাঝে জিলাপী বিতরণ করে বিএনপি
নেতাকর্মীরা।
চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহীদুর
রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় উপজেলা বিএনপির
সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশনায় উপজেলার বিভিন্ন মসজিদে বিএনপি ও অঙ্গ
সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে। রাজনৈতিক সংকট মোকাবিলায়
খালেদা জিয়ার বেঁচে থাকা প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে দেশনেত্রী খালেদা
জিয়ার প্রাণ ভিক্ষা চাই। সকলে বেগম খালেদা জিয়ার জন্য প্রাণভরে দোয়া
করুন।
