কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া বাইতুল কুরআন মাদরাসায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে ৮শতাধিক রোগী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
ডক্টরস
ফোরাম অফ লালমাই এর সভাপতি, এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, চক্ষু
বিশেষজ্ঞ প্রফেসর ডা: মোতাহের হোসেন জুয়েল নেতৃত্বে ফ্রি চিকিৎসা ক্যাম্পে
রোগী দেখেন কুমিল্লা মেডিক্যাল কলেজের সহযোগি অধ্যাপক ডা: সালেহ আহমেদ,
শিশু রোগ বিশেষজ্ঞ ডা: শিমুল মজুমদার, মেডিসিন বিশেষজ্ঞ ডা: আহসান উল্যাহ,
গাইনি চিকিৎসক ডা: মারজান সুলতানা নিজুম, ডায়াবেটিলজিষ্ট ডাঃ শামীম ইকবাল,
মনোহরগঞ্জ সরকারি হাসপাতালের সহকারি সার্জন ডাঃ নুর মোহাম্মদ শাহীন, হৃদরোগ
বিশেষজ্ঞ ডাঃ রাশেদুল ইসলাম বাপ্পি, বাগমারা বাজার মা মেডিক্যাল সেন্টারের
চর্ম রোগের চিকিৎসক ডাঃ কাউছার আহমেদ জুয়েল ও হরিশ্চর রয়েল ডায়াগণস্টিকের
চিকিৎসক ডাঃ তানভির আহমেদ শাকিলসহ ২৪ জন চিকিৎসক।
উদ্বোধনী বক্তব্যে
ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, গতানুগতিক এর বাহিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের
দিয়ে এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প সেবা আর দেখিনি। এখানে রোগীরা প্রকৃত
চিকিৎসা সেবা পাচ্ছে। আগামীর লালমাইকে সাজাতে সবাইকে উপজেলা প্রশাসনকে
সহযোগিতা করতে হবে।
ডক্টরস ফোরাম অফ লালমাই এর সভাপতি প্রফেসর ডা:
মোতাহের হোসেন জুয়েল বলেন, সকাল সাড়ে ৮টা থেকে ফ্রি চিকিৎসা সেবা শুরু হয়।
বিশেষজ্ঞ ১০জনসহ মোট ২৪জন ডাক্তার এখানে সেবা দিয়েছে। চিকিৎসা সেবা পাওয়া
বেশিরভাগ রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় মেডিসিন সরবরাহ করা হয়েছে।
