বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শুক্রবার সকাল
সাড়ে নয়টায় ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় এসে অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে
নিয়ে লন্ডনে ফিরবেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এদিকে বিএনপি চেয়ারপারসনকে
বহন করার জন্য কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার
কারণে যাত্রায় বিলম্ব হচ্ছে।
সব মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে
রওনা হতে শুক্রবার সকাল ১০টা পেরিয়ে যেতে পারে বলে বিএনপি নেতাদের সঙ্গে
কথা বলে ধারণা পাওয়া গেছে।
এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত
চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এভারকেয়ারের সামনে এক সংবাদ সম্মেলনে
জানান, গত জানুয়ারির মত এবারও কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে
নেওয়া হবে।
তিনি বলেন, আজকে এই মধ্যরাত্রের পরে অথবা আগামীকাল সকালের
ভেতর উনাকে ইউকেতে, অর্থাৎ লন্ডনে, একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি,
সেখানে আমরা উনাকে নিয়ে যাব।
বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে উন্নত
চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। জুবাইদা রহমান দেশে ফিরে
খালেদা জিয়ার অবস্থা মূল্যায়ন করার পর তাকে লন্ডন পাঠানোর ব্যবস্থা করবেন।
