শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২
লাকসামে সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন
মোহাম্মদ আবদুর রহিম
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ এএম |


তিন দফা দাবিতে সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে স্মারক লিপি দেন আন্দোলনরত শিক্ষকরা।
পরে তারা উপজেলা শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন।
অবস্থান কর্মসূচী চলাকালে বিভিন্ন দাবি তুলে ধরে শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী মোঃ বিল্লাল হোসেন, আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুম বিল্লাহ, জসিম উদ্দিন, একরামুল হক মুন্না, ফারুক আহমেদ, খলিলুর রহমান, কবির আহমদ, আবদুল লতিফ, সালমা জাহান, রনক জাহান, ফারজানা মনির, মনির হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার প্রায় ৫শ’ সহকারি শিক্ষক একাত্মতা পোষণ করে আন্দোলনে অংশগ্রহণ করেন।
শিক্ষকরা জানান, অর্থমন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে ২৩ দিন অতিবাহিত হলেও অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় "প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ" এর ভার্চুয়াল মিটিংয়ের যৌথ সিদ্ধান্ত মোতাবেক, বুধবার হতে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "কমপ্লিট শাটডাউন" বা তালাবদ্ধ কর্মসূচী চলছে।
অর্থমন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ ৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার পরীক্ষা বর্জনসহ বিদ্যালয়ে "কমপ্লিট শাটডাউন" বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হয়।প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে-১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড দাবির প্রেক্ষিতে অর্থ অর্থমন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি (১০.১১.২০২৫) অনুযায়ি আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান।৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সকালে ঢাকায় পৌঁছাবেন জুবাইদা রহমান
খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন
ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালিদ হোসেন
বুড়িচংয়ে প্রবাসীরস্ত্রীর লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি
খালেদা জিয়ার সুস্থতা কামনা চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
‘কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর কাছে কিছু প্রত্যাশা
‘ফলস স্মাটে’ কৃষকের সর্বনাশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২