মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪ ডিসেম্বর কবি নজরুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম মানিক, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান, এবং বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান।
এছাড়াও, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, এবং সহকারী পল্লী ইউনিয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা আলোচনায় অংশ নেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় সংবাদকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় মহান বিজয় দিবস উদযাপনের দিনব্যাপী কর্মসূচি, সুষ্ঠু বাস্তবায়নের পরিকল্পনা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সুসমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও দায়িত্ব বণ্টন করা হয়। ইউএনও মোঃ আবদুর রহমান বিজয় দিবসের সকল কর্মসূচি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
