কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগরে বিএনপির উদ্যোগে সাবেক
প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ওই ইউনিয়নের ৫, ৬ ও ৭
নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে গোপালনগর পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ আয়োজন
করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক
সম্পাদক মো. আরিফুল হক ভূইয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিক দলের
সভাপতি আবু কাউসার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু
তাহের মাস্টার। সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল আলীম মাস্টার, ইউনিয়ন
বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম
ভুট্টো মেম্বার এবং ইউনিয়ন বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলী
হোসেন পুলিশ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপালনগর কেন্দ্রীয় জামে
মসজিদের খতিব মাওলানা মুফতি কাফি উদ্দিন সালেহীন। এ ছাড়া উপস্থিত ছিলেন
কবির আহমেদ ভূইয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম ফকির, সাধারণ
সম্পাদক কামাল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির ভূইয়া, সাংগঠনিক
সম্পাদক জহিরুল আলম ভূইয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল
বাশার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আবুল কালাম সরকার, সাধারণ
সম্পাদক ওসমান ভূইয়া, বিএনপি নেতা আবুল বাশার ভূইয়া, সাহেব আলী সরকার,
বিল্লাল হোসেন, যুবদল নেতা কামরুল ইসলাম, মাহফুজ আলম ভূইয়া, সাইফুল ইসলাম
স্বপন, ছাত্রদল নেতা নাঈম, মিরাজ, সোহেল আহমেদসহ স্থানীয় বিএনপি ও
অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য,
দেশের শান্তি-সমৃদ্ধি এবং দলের নেতা-কর্মীদের ঐক্য ও সুস্থতার জন্য
প্রার্থনা করা হয়।
