শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২
রপ্তানি আয় কমেছে নভেম্বরেও
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ এএম |


চলতি অর্থবছরের শেষ চার মাসে রপ্তানি আয়ে নিম্নমুখী প্রবণতা দেখল দেশের অর্থনীতি।
সবশেষ নভেম্বরে রপ্তানি আয় ৫ দশমিক ৫৪ শতাংশ কমে যাওয়ার তথ্য দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
দেশের সার্বিক রপ্তানি চিত্রের হালনাগাদ তথ্য দিয়ে বৃহস্পতিবার সংস্থাটি বলছে, গত নভেম্বরে ৩৮৯ কোটি ১৫ লাখ ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। ২০২৪ সালের নভেম্বরে রপ্তানি আয় ছিল ৪১১ কোটি ৯৬ লাখ ডলার।
আগের মাসের হিসাবে অবশ্য রপ্তানি আয় ১ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। গেল অক্টোবরে রপ্তানি হয় ৩৮২ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য।
টানা চার মাস কমলেও ৫ মাসের হিসাবে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় সামান্য বেড়েছে।
চলতি অর্থবছরের ৫ মাসে (জুলাই-নভেম্বর) রপ্তানি থেকে আসে ২ হাজার ২ কোটি ৮৫ লাখ ডলার। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৬২ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছরের ৫ মাসে রপ্তানি আয় ছিল ১ হাজার ৯৯০ কোটি ৬০ হাজার ডলার।
ইপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এক মাসের ব্যবধানে ঊর্ধ্বমুখী প্রবণতা বাংলাদেশের রপ্তানি খাতের মধ্যে স্থিতিশীলতা এবং অভিযোজনযোগ্যতার ইঙ্গিত দেয়।’’
রপ্তানি আয়ের অন্যতম উৎস তৈরি পোশাক খাত থেকে নভেম্বরে এসেছে ৩১৪ কোটি ৯ হাজার ডলার। আগের বছরের নভেম্বরে এ খাতে আয় ছিল ৩৩০ কোটি ৬১ লাখ ডলার।
সেই হিসাবে এ খাতেও রপ্তানি আয় ৫ শতাংশের মতো কমেছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা করা হয় ৬৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার।
অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয় বাড়ে ২৪ দশমিক ৭৬ শতাংশ। কিন্তু পরের মাস থেকে সেই ইতিবাচক ধারা আর টেকেনি।
অগাস্টে রপ্তানি আয় কমে ২ দশমিক ৯৩ শতাংশ, সেপ্টেম্বরে ৪ দশমিক ৬১ শতাংশ এবং অক্টোবরে রপ্তানি আয় কমে ৭ দশমিক ৪৩ শতাংশ।
সবশেষ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৪ হাজার ৮২৮ কোটি ডলার, যা আগের অর্থবছরের ৩৮১ কোটি ডলারের চেয়ে ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রতিবন্ধীদের বোঝা ও সম্মান করার জন্য করণীয়-বর্জনীয়
সংকট দূর করতে কার্যকর ব্যবস্থা নিন
বৈধ জিনিস দেখা থেকেও কেন চোখের হেফাজত প্রয়োজন?
আল্লাহ কি পাপী বান্দাকেও ভালোবাসেন?
খাদিজার (রা.) যে ৪ গুণ নারীদের জন্য অনুসরণীয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি
খালেদা জিয়ার সুস্থতা কামনা চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
নির্বাচনে ১০ ভোট পেলেও এলাকা ছেড়ে যাব না: হাসনাত আব্দুল্লাহ
‘কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর কাছে কিছু প্রত্যাশা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২