মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লা নগরী যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান
জাকারিয়া হোসাইন ভূঁইয়া
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৩ এএম আপডেট: ০২.১২.২০২৫ ১:১৮ এএম |


  কুমিল্লা নগরী যানজটমুক্ত  করতে উচ্ছেদ অভিযান কুমিল্লা নগরীকে যানজটমুক্ত এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গতকাল সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৫টায় নগরীর পুলিশ লাইন এলাকা থেকে বাদুতলা পর্যন্তযৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ নওশেদ দীপ্ত। এ অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থাপনা এবং রাস্তার ওপর করা অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযানটি শুরু হয় নগরীর পুলিশ লাইন এলাকা থেকে, এরপর অভিযানটি ঝাউতলা,বাদুরতলা হয়ে ধর্মসাগর এলাকায় কার্যক্রম পরিচালনা করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বাদুরতলায় অভিযানটি শেষ করেন। 
অভিযানে অবৈধভাবে রাস্তা দখল করে রাখা মিশুক (সিএনজি/অটোরিকশা) এবং ফুটপাত দখল করে ব্যবসা চালানো বিভিন্ন অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ নওশেদ দীপ্ত কুমিল্লার কাগজকে জানান, নগরীতে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং রাস্তার ওপর মিশুক সহ বিভিন্ন যানবাহন পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের চলাচলের পথ রুদ্ধ হয়ে যায় এবং মূল্যবান সময় নষ্ট হয়।
তিনি বলেন, "অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা ও মিশুক রাখার ফলে নগরীতে যানজট হয় এবং মানুষজন চলাচলের মতো অবস্থা থাকে না। রাস্তাঘাটে অনেক ধরনের জ্যাম হয়। এই জ্যামটা যেন না হয়, এই জ্যামটা যেন আমরা কমাতে পারি, এজন্য আমাদের এই অভিযান পরিচালনা।"
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত আরও বলেন, "আমাদের এই অভিযানের মূল লক্ষ্য হলো কুমিল্লার সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং ট্রাফিকের কারণে যেন মানুষের মূল্যবান সময় নষ্ট না হয়।"
অভিযানের পর তাৎক্ষণিকভাবে পুলিশ লাইন থেকে ধর্মসাগর পর্যন্ত এলাকায় যানজট কিছুটা কমে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। তবে এই পদক্ষেপ যেন স্থায়ী হয়, সে বিষয়ে জোর দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উচ্ছেদকৃত ব্যবসায়ীদের উদ্দেশ্য করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ নওশেদ দীপ্ত বলেন, "আমরা আজকের জন্যশুধু সতর্ক করে দিচ্ছি। এরপরেও যদি কেউ আবারও ফুটপাত বা রাস্তা দখল করার চেষ্টা করে, তবে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।"
জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর প্রধান প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসিনার সাথে সাজা রেহানা-টিউলিপের
যে কারণে টিউলিপের সাজা
লাকসামে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৯
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক দোয়া
কুমিল্লা নগরী যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চুরির ঘটনা রূপ নিলো বিএনপি এলডিপির রাজনৈতিক সংঘর্ষে পরিস্থিতি
সরকারি মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নিয়ে সংশয়
কুমিল্লা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন সম্পন্ন
১ লাখ ছাড়ালো প্রবাসী ভোটার, নিবন্ধনে জেলাভিত্তিক দ্বিতীয় স্থানে কুমিল্লা
কুমিল্লায় যোগ দিলেন নতুন পুলিশ সুপার আনিসুজ্জামান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২