চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকার কালির বাজারে সোমবার রাতে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুইপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। উভয়পক্ষের
ধাওয়া পাল্টা ধাওয়ায় মহাসড়কের বেশ কয়েকটি আটকে পড়া গাড়ি ভাংচুর করে।
জ¦ালিয়ে দেয়া হয় একটি মোটরসাইকেল। পাল্টাপাল্টি হামলায় মহাসড়কের দুইপাশের
অন্তত ১০-১২টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হয় অন্তত ৮-১০ জন।
আহতদের মধ্যে রামচন্দ্রপুরের বদিউল আলমের ছেলে অনিক এবং গোমারবাড়ীর আবুল
কাশেমের ছেলে রায়হানের নাম পাওয়া গেছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যানচলাচল স্বাভাবিক করে।
স্থানীয়
সূত্রে জানা যায়, কালির বাজার হোসাইনিয়া মাদ্রাসায় রোববার রাতে ওয়াজ
মাহফিলে পাঁচরা ও রামচন্দ্রপুর গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে ঝামেলার
সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সোমবার সন্ধায় উভয়গ্রামের লোকজন দেশীয়
অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু
হয়। এতে করে উভয়পক্ষের অন্তত ৮-১০ জন আহত হয়। একপর্যায়ে উভয়পক্ষ বাজারের
১০-১২টি দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায়
মহাসড়কের উভয়পাশে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের
অন্তত ২ কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়। এসময় মহাসড়কের ৫-৬টি গাড়ি
ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিরবাজার এলাকার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী
নিজাম উদ্দিন জানান, রোববার রাতে কালিকাবাজারের একটি ওয়াজ মাহফিলে পাঁচরা ও
রামচন্দ্রপুর গ্রামের ছেলেদের মধ্যে ঝামেলা হয়। এর জেরে সোমবার সন্ধার পরে
উভয় গ্রামের লোকজন জড়ো হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা
আমার দোকানসহ বাজারের ১০-১২টি দোকানে হামলাও ভাংচুর চালায়। হামলাকারীরা
আমার দোকানে থাকা কয়েকলক্ষ নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
রামচন্দ্রপুর
গ্রামের আব্দুস সোবহান জানান, মাগরিবের একটু আগে রামচন্দ্রপুর গ্রামের আমার
দোকানসহ একাধিক দোকান ও বাড়িঘর ভাংচুর চালায়।
চৌদ্দগ্রাম মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, কালিরবাজার
এলাকায় দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছাই এবং
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এসময় কিছুক্ষনের জন্য বন্ধ থাকা মহাসড়কের
যানবাহন চলাচল স্বাভাবিক করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
