মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২
মুরাদনগরে মতবিনিময় সভায় ডিসি জেলা প্রশাসক
স্বচ্ছ নির্বাচন ও হয়রানিমুক্ত জনসেবা নিশ্চিতের নির্দেশ
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৩ এএম আপডেট: ০২.১২.২০২৫ ১:১৭ এএম |



স্বচ্ছ নির্বাচন ও হয়রানিমুক্ত  জনসেবা নিশ্চিতের নির্দেশ কুমিল্লা জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মু: রেজা হাসান তাঁর প্রথম প্রশাসনিক সফরের অংশ হিসেবে মুরাদনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কবি নজরুল মিলনায়তনের এই সভা থেকে জেলা প্রশাসক আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে সু-সংগঠিত করার পাশাপাশি জনসেবার মান বৃদ্ধির জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক মু: রেজা হাসান তাঁর বক্তৃতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, প্রশাসনের মূল লক্ষ্য হবে যে কোন মূল্যে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা এবং তা সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, "স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে হবে। প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও যেন প্রত্যেকটা নাগরিক হয়রানি মুক্ত সুন্দর সেবা পায়, এ বিষয়টি সবাই খেয়াল রাখবেন।"
নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি জেলা প্রশাসক জনগণের সেবাপ্রাপ্তি ও সরকারি কাজ দ্রুত বাস্তবায়নে জোর দেন। তিনি প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের জন্য হয়রানিমুক্ত ও সুন্দর সেবাপ্রাপ্তি নিশ্চিত করা, সরকারি উন্নয়নমূলক প্রকল্পসমূহ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়ন করা, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি আশা প্রকাশ করেন, এই দিক-নির্দেশনার মাধ্যমে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এই দিক-নির্দেশনামূলক সভা মুরাদনগর উপজেলা প্রশাসনে নতুন কর্মতৎপরতা সৃষ্টি করেছে এবং নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতিকে আরও সু-সংগঠিত করবে বলে আশা করা হচ্ছে।  












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসিনার সাথে সাজা রেহানা-টিউলিপের
যে কারণে টিউলিপের সাজা
লাকসামে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৯
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক দোয়া
কুমিল্লা নগরী যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চুরির ঘটনা রূপ নিলো বিএনপি এলডিপির রাজনৈতিক সংঘর্ষে পরিস্থিতি
সরকারি মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নিয়ে সংশয়
কুমিল্লা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন সম্পন্ন
১ লাখ ছাড়ালো প্রবাসী ভোটার, নিবন্ধনে জেলাভিত্তিক দ্বিতীয় স্থানে কুমিল্লা
কুমিল্লায় যোগ দিলেন নতুন পুলিশ সুপার আনিসুজ্জামান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২