কুমিল্লার
বুড়িচংয়ে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক এক ইউপি সদস্যের
মৃত্যু হয়েছে। নিহত আবদুল ওহাব (৬০) বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন পরিষদের সাবেক
সদস্য এবং মনিপুর এলাকার বাসিন্দা। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা কাজীর দোকান
এলাকায় দুর্ঘটনার শিকার হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন চৌধুরী জানান, আব্দুল ওহাব
সোমবার রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয় কাবিলা কাজীর দোকান থেকে মোটরসাইকেল
যোগে বাড়ি ফিরছিলেন। এসময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি বেপরোয়া গতির
প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালি যায়। মারাত্মক আহত হয়ে
আব্দুল ওহাব মেম্বার রাস্তায় পড়ে ছটফট করতে থাকলে স্থানীয় লোকজন তাকে
উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যানন। সেখানে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার
ওসি ইকবাল বাহার জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। পাইভেটকারটি
সনাক্তকরণের চেষ্টা চলছে। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিলে আমরা সার্বিক
ব্যবস্থা নেব।
