রোববার ৩০ নভেম্বর ২০২৫
১৬ অগ্রহায়ণ ১৪৩২
নির্বাচন নিয়ে জিলা স্কুলে প্রাক্তনদের মিলন মেলা
এ্যালামনাই অ্যাসোসিয়েশনে জয়ী হলো শামীম- মান্টো পরিষদ
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১:৫৬ এএম আপডেট: ৩০.১১.২০২৫ ২:১৭ এএম |



 নির্বাচন নিয়ে জিলা স্কুলে প্রাক্তনদের মিলন মেলা তানভীর দিপু।।
১৯৫৮ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত দেশের স্বনামধন্য কুমিল্লা জিলা স্কুলের প্রায় ২ হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নিয়েছেন তাদের প্রথম কুমিল্লা জিলা স্কুল এ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে। গতকাল ২৯ নভেম্বর ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ অনলাইন ভোটিং সিস্টেমে সারা পৃথিবী থেকে ১৯৯১ জন ভোটারের মধ্যে ১৬৬২ জন এই নির্বাচনের অংশগ্রহণ করেছেন। এছাড়া স্কুল প্রাঙ্গনে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিয়ম মেনে গোপন বুথের মাধ্যমে ভোটগ্রহণ করেছেন। 
সভাপতি পদে আবু মোঃ শামীম ও মহা সচিব পদে সাইফুল ইসলাম মান্টোর প্যানেল নির্বাচিত হয়, শুধুমাত্র একজন নির্বাহী সদস্য স্বতন্ত্র পদে নির্বাচিত হয়েছেন। 
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচনটির ভোটগ্রহণ শুরু হয় শনিবার সকাল ৯ টা থেকে। বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। যারা সরাসরি স্কুলে উপস্থিত থাকবেন সেখানে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট দেন। কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না তারাও অনলাইনের মাধ্যমে সারা পৃথিবী থেকেই ভোট দেন। নির্বাচনে ১৯৯১ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ১৬৮২ জন ভোটার ভোট দেন।  ৮৩.৪৮% ভোট গ্রহন সম্পন্ন হয়।
এ কে এম কামরুল ইসলাম আরো জানান, '২০১১ সালে কুমিল্লা জেলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশন গঠিত হলেও এই প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে এই সংগঠনটির কমিটি নির্বাচিত হয়েছে। ৩৭ টি পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। ১৩ টি পদে একক প্রার্থী থাকলেও বাকি ছয়টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী। সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, আইটি সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দিতা করেন প্রার্থীরা। '
নবনির্বাচিত সভাপতিসহ বিজয়ীরা ফল প্রকাশের পর কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন আহমেদকে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সভাপতি আবু মোঃ শামীম বলেন, আমরা নির্বাচন কমিশন ও সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই কুমিল্লা জেলা স্কুলের সকল প্রাক্তন সদস্য এলামনাই অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্য হবেন। আমরা সকলের সহযোগিতায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করে যাব। 
যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সভাপতি পদে আবু মোঃ শামীম, মহাসচিব পদে সাইফুল ইসলাম, সহ-সভাপতি পদে দেওয়ান রাশেদুল হাসান, ফরহাদ আক্তার মোঃ শাহরিয়ার, আব্দুল হক, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোঃ মোস্তাফিজুর রহমান, সারওয়ার আজম খান, মোঃ কবির আহমেদ, জসিম উদ্দিন আহমেদ। কোষাধক্ষ পদে ডা. মোহাম্মদ রেজাউল আলম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন, মাসুক আলতাফ চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে এমকে জাকারিয়া ও মোঃ সাইফুল আলম। সহকারি সাংগঠনিক সম্পাদক সালমান সাঈদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এ কে এম শরিফুল আলম সিদ্দিকী, আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ কামাল কাদের, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা জামানুল বাহার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক ডা. আবু হেনা মোস্তফা বেলাল, প্রকাশনা সম্পাদক মিয়া মোঃ তৌফিক, ক্রীড়া সম্পাদক মোঃ শামসুজ্জামান মানিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ ফয়সাল রহমান, অফিস ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান মজুমদার ও হাসান আহমেদ ভূঁইয়া। নির্বাহী সদস্য মোঃ আবু তাহের তপন, মোঃ নজরুল ইসলাম, ডা. মাহবুবুল ইসলাম, মোঃ ফয়জুর রশিদ, ডা. নাফিস ইমতিয়াজ আহমেদ, এইচ এন আশিকুর রহমান, মোঃ হাসানুজ্জামান, ডা. জাহিদুল ইসলাম রিয়াজ, জালাল উদ্দিন দুলাল রূপক, মোঃ আবুল কালাম ও ডা. প্রিয়ম চক্রবর্তী। স্বতন্ত্র থেকে নির্বাহী সদস্য পদে পাস করেছেন জাফর আহমেদ। 
ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠিত হয় ১৮৩৭ সালে। প্রায় দুই শতাব্দীর দীর্ঘ ইতিহাসের প্রতিষ্ঠানটি দেশ বিদেশে অসংখ্য কৃতি ও বিশিষ্ট ব্যক্তিত্ব তৈরি করেছে। যারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরো সুদৃঢ় করতে এবং সম্মিলিত অগ্রগতির লক্ষ্যে ২০১১ সালে কুমিল্লা জেলা স্কুল এ্যালামনাই এবসোসিয়েশন গঠিত হয়।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
তিন দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়া
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ : খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুমিল্লায় কোরআন খতম ও দোয়া
কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সি পি আর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান
গাঁজাসহ দুই কিশোরকে পুলিশে দিল জনতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোনো ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না : হাজী ইয়াছিন
আজ কুমিল্লা জিলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন
কুমিল্লার তিতাসে ওয়ার্ড বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেফতার
কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
ক্রিকেট নিয়ে আমার লক্ষ্য উদ্দেশ্য ও গন্তব্য এক : আসিফ আকবর
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২