বিসিবি
পরিচালক আসিফ আকবর বলেছেন, বাংলাদেশে যদি খেলাধুলা বন্ধ হয়ে যায় তাহলে
মাদক ও কিশোর গ্যাংয়ের হাত থেকে দেশ বাঁচাতে পারবে না কেউ। খেলাধুলা নিয়ে
আমাদের লক্ষ্য, গন্তব্য ও উদ্দেশ্যে এক। এটা না হলে বাংলাদেশে কিছুই হবে
না। আর যতদিন আমার দায়িত্ব আছে আমি তা হতে দেব না।
শুক্রবার (২৮
নভেম্বর) কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে চট্টগ্রাম বিভাগের
বিভিন্ন জেলার ক্রিকেট একাডেমিক কোচদের সঙ্গে এক মতবিনিমিয় সভায় প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ পল্লী ক্রিকেট উন্নয়নের
পরিচালক মো.আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা
ক্রীড়া সংস্থার সদস্য বদরুল হুদা জেনু, সাবেক কাউন্সিলর ও জেলা ক্রীড়া
সংস্থার সদস্য মো. গোলাম কিবরিয়া, কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল
কাশেম হৃদয়।
আসিফ আকবর আরও বলেন, জেলা পর্যায়ে যে কোচরা আছেন তাদের
পক্ষে উপজেলায় পর্যায়ে যেয়ে কাজ করা সম্ভব না। বাংলাদেশের প্রতিটি উপজেলায়
ক্রিকেট ছড়িয়ে আছে, সেগুলো আমরা অরগাইনজ করব, সুসংগত করব এবং কোচদের যে
অভাব অভিযোগ রয়েছে সেগুলোর সমাধানের বিষয়ে বিসিবি কাজ করছে। ক্রিকেট নিয়ে
যত সম্যা আছে আমরা তা খুঁজে বের করব এবং সমাধান করব। আমাদের যে কোচদের
মধ্যে যাদের যোগ্যতা ও দক্ষতা আছে তাদের বাংলাদেশ টিমে পার্টিসিপেন্ট করার
সুযোগ থাকবে। মাঠ তুমি কার যদি হয় ফুটবলের তাহলে ফুটবলকে দিয়ে দিতে হবে আর
এট সাংবিধানিক ভাবে ঘোষণা করতে হবে। তিনি আরও বলেন, সৌদি আরবের মত একটি
ইসলামীক দেশ তাঁরা তাদের খেলাধুলায় উন্নতি করছে, সেখানে কনসার্ট হচ্ছে,
এদিকে বাংলাদেশ পিছাচ্ছে, এটা বন্ধ করা ওটা বন্ধ কর। আমি ক্রিকেট নিয়ে কাজ
করতে চাই। যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের বাংলাদেশের জন্য কাজ করার
সিদ্ধান্ত নিতে হবে। আমার কাছে কোন রাজনৈতিক দল কোন গোত্র, কোন ব্যবসায়ী
প্রতিষ্ঠান বা কারও বশ করার সুযোগই নেই। আমি যতদিন জীবিত আছি ততদিন কোন
চাঞ্চই নেই। শুধুমাত্র আমাদের বাচ্চারা খেলবে এর বিরুদ্ধে যারা আসবে আমরাও
তাদের বিরুদ্ধেও থাকব। এক সুন্দর সংগঠিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আল্লাহ
যেহেতু সুযোগ দিয়েছেন আমরা সে সুযোগ কাজে লাগাব। কুমিল্লায় একটি আধুনিক
মানের একটি ক্রিকেট স্টেডিয়াম করা হবে।
