
ইডেন
টেস্টে ১৫ বছরে প্রথমবার ভারতের বিপক্ষে জয় পায় দক্ষিণ আফ্রিকা। সিরিজ
জয়ের হিসাবে সময়টা আরও বেশি। ১৯৯৯ সালের পর ভারতের মাটিতে প্রোটিয়াদের আর
টেস্ট সিরিজ জেতা হয়নি। সেই খরা কাটানোর খুব কাছাকাছি অবস্থানে দাঁড়িয়ে আছে
টেম্বা বাভুমার দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের বাকি আর এক দিন। শেষ
দিনে জয় পেতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আর ৮ উইকেট, অন্যদিকে ড্রয়ের
সুযোগটাই বেশি ভারতের সামনে।
এখনও প্রোটিয়াদের চেয়ে ৫২২ রানে পিছিয়ে আছে
ঋষভ পান্তের দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্রেফ একবার পঞ্চম দিনে চারশ রান
করার নজির রয়েছে। ১৯৪৮ সালে হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে কিংবদন্তি
ডন ব্র্যাডম্যানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৪০৩ রান করেছিল অস্ট্রেলিয়া। আর
সেটাই ছিল ফরম্যাটটির ইতিহাসে একমাত্র ৪০০–এর বেশি লক্ষ্য তাড়ায় জয়ের
রেকর্ড।
গুয়াহাটিতে চলমান টেস্টে প্রোটিয়াদের দেওয়া ৫৪৯ রানের লক্ষ্য
তাড়ায় চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২৭ রান। এর আগে এশিয়ার
মাটিতে কখনো টেস্টে ৪০০-র বেশি রান তাড়া করে জেতার রেকর্ড নেই। এশিয়ায়
সর্বোচ্চ সফল রান চেইজ ওয়েস্ট ইন্ডিজের। ২০২১ সালে চট্টগ্রামে বাংলাদেশের
বিপক্ষে ৩৯৫ রান তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা। আর ভারতের মাটিতে সর্বোচ্চ
সফল রান তাড়ার রেকর্ড ৩৮৭, যা স্বাগতিক ভারত করেছিল ইংল্যান্ডের বিপক্ষে
চেন্নাইয়ে ২০০৮ সালে।
এ ছাড়া চলতি একুশ শতকে ভারত মাত্র একবারই চতুর্থ
ইনিংসে ১০০ ওভারের বেশি ব্যাট করে কোনো টেস্ট বাঁচাতে পেরেছে। ২০২১ সালে
সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে (১৩১ ওভার)। এর আগে ইডেন টেস্টে ভারতকে আড়াই
দিনে হারিয়েছিল বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। চলমান
গুয়াহাটি টেস্টেও প্রথম ইনিংস থেকেই চালকের আসনে সফরকারী প্রোটিয়ারা। এই
পর্যায় থেকে অবিশ্বাস্য কিছু না করে বসলে ঘরের মাঠে আরেকটি হোয়াইটওয়াশের
লজ্জায় পড়তে যাচ্ছে স্বাগতিক ভারত।
গুয়াহাটিতে টস জিতে শুরুতে ব্যাট
করতে নেমে প্রথম ইনিংসে ৪৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
জবাবে ভারতের ১ম ইনিংস গুটিয়ে যায় ২০১ রানে। ফলে সফরকারীরা ২৮৮ রানের বড়
লিড পেয়ে যায়। চতুর্থ দিনে এর সঙ্গে আরও ২৬০ রান যোগ করার পর ইনিংস ঘোষণা
করল টেম্বা বাভুমার দল। এর আগপর্যন্ত প্রোটিয়ারা কেন এখনও ইনিংস ঘোষণা করছে
না সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেঞ্চুরি হাতছাড়া করে স্টাবস আউট হতেই
ইনিংস ঘোষণায় যেন উত্তরটা পাওয়া গেছে!
দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের পক্ষে
সর্বোচ্চ ব্যক্তিগত রান (৯৫) স্টাবসের। এ ছাড়া টনি ডি জর্জি ৪৯, রায়ান
রিকেলটন ও উইয়ান মুল্ডার সমান ৩৫ রান করেছেন। দক্ষিণ আফ্রিকা যখন ইনিংস
ঘোষণা করল, তখন দিনের বাকি আর ১৮ ওভারের মতো। পরদিনের ৯০ ওভার মিলিয়ে
ভারতের জন্য এই রান তাড়ায় সফল হওয়া কার্যত অসম্ভবই! তবে তারা চাইলে ড্রয়ের
মাধ্যমে হার এড়ানোর সুযোগ আছে। ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র
জাদেজা সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন, অভিজ্ঞ এই বাঁ-হাতি স্পিনার এর
আগের ইনিংসে পেয়েছিলেন ২ উইকেট। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম
ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেট নিলেন জাদেজা।
