
এএফসি
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। এবার
ব্রুনেইকে গোল বন্যায় ভাসিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।
চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে সোমবার ৮-০ গোলে জিতেছে বাংলাদেশ। দুই অর্ধে হয়েছে চারটি করে গোল।
জোড়া গোল করেছেন রিফাত কাজী ও অপু রহমান। একটি করে গোল করেছেন মোহাম্মদ মানিক, আলিফ রহমান, নাজমুল হুদা ও বায়েজিদ বোস্তামি।
গত শনিবার প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে বাছাই শুরু করে বাংলাদেশ।
আগামী বুধবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ছোটনের দল।
