কবির হোসেন, তিতাসঃ কুমিল্লার তিতাস উপজেলার সাহপুর গ্রামের মোল্লা পাড়ার আফসুর উদ্দিনের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে আজ (২৩ নভেম্বর) বিকাল আনুমানিক ৫ টায়।
স্থানীয়
সুত্রে জানা যায়, চৌচালা টিনের ঘরটিতে কেউ থাকেনা, ঘরের মধ্যে প্রচুর খরি
ছিল,কি ভাবে আগুন লেগেছে কেউ বলতে পারছেনা।স্থানীয়রা ধারণা করছে বৈদ্যুতিক
শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
আগুনের লেলিহান শিখা দেখে শত শত নারী-পুরুষ এসেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। মুহূর্তের মধ্যেই ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে
ক্ষতিগ্রস্ত আফসুর উদ্দিন মোল্লা বলেন,আমরা কেউ এই ঘরে থাকিনা,ঘরে কিছু
খড়ি রাখছি,আমরা বিল্ডিংয়ে থাকি। কিভাবে আগুন লেগেছে কিছুই জানিনা। কি
পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে, জানতে চাইলে আফসুর উদ্দিন বলেন,পুরো ঘরই পুড়ে
গেছে। ঘরের মুল্য কতো টাকা হতে পারে? জানতে চাইলে তিনি বলেন,বর্তমান বাজারে
এই ঘরটি দিতে প্রায় ১২ লাখ থেকে ১৫ লাখ টাকা খরচ হবে।
