প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ১০:০৫ পিএম |

বাংলা বিভাগের প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বাংলা বিভাগ ও বাংলা সাহিত্য পরিষদ।
২৩ নভেম্বর রবিবার সকালে কলা ভবনের ২১১ নং কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মশিউর রহমান ভূইয়া।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ রাফিউল ইসলাম। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নূরে আলম সিদ্দিকী ও জনাব রতন আলী। সহকারী অধ্যাপক জনাব দিলারা জাহান ও জানব আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মশিউর রহমান ভূইয়া বলেন,
"রাষ্ট্রযন্ত্রের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে শিক্ষকদের এই পদোন্নতি আটকে ছিল। অবহেলিত শিক্ষকরা আন্দোলনের মাধ্যমে সে অধিকার আদায় করেন, এদের মধ্যে বাংলা বিভাগের শিক্ষকরা অন্যতম। যারা একসময় তোমাদের মত শিক্ষার্থীদের সারিতে ছিলেন এখন তারা নিজেরাই শিক্ষক হয়েছেন। আমরা আশা করি তোমরাও একদিন এই আসন অলংকৃত করবে, এবং আমাদের চেয়েও বড় কোথাও প্রতিষ্ঠিত হবে।"
সংবর্ধিত সহকারী অধ্যাপকরা হলেন, জনাব মুনছুর হেল্লাল, জনাব নিশাদ পারভীন, জনাব মোহাম্মদ ইমাম হাছান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব মেহেদী হাসান ধ্রুব।