কুমিল্লার
মুরাদনগর উপজেলার গাজিরহাট এলাকায় মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি
সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত
আনুমানিক সাড়ে ১০টার দিকে কোম্পানীগঞ্জ-নবীনগর আঞ্চলিক সড়কের বাঙ্গরা বাজার
থানাধীন গাজীরহাট বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল
ইসলাম (২৫) আকবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মোখলেছুর রহমান ছেলে ও মারুফ
হোসেন (২১) একই গ্রামের হানিফ মিয়ার ছেলে।
জানা যায়, রাত সাড়ে ১০টার
দিকে একটি মাটিবাহী ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মোটর সাইকেলের দুই আরোহী গুরুতর ভাবে আহত হলে স্থানীয়রা
দ্রুত আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত
মারুফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হলে, সেখানে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ
(ওসি) মাহফুজুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে জানান, ঘটনাস্থলে পুলিশ
পৌঁছানোর আগেই দুর্ঘটনা কবলিত মাটিবাহী ট্রাক্টরটি পালিয়ে যায়। এখনো কেউ
লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
