শনিবার ২২ নভেম্বর ২০২৫
৮ অগ্রহায়ণ ১৪৩২
লাকসামে বহুতল ভবনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:৪০ এএম |




 লাকসামে বহুতল ভবনগুলোর  নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশকুমিল্লার লাকসামে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) ভয়াবহ ভূমিকম্পে কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর অনেকেই লাকসামের বহুতল ভবনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
একটি সূত্রে জানা গেছে, এই ভূমিকম্প রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ছিলো। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিলো প্রায় ৮ থেকে ৯ সেকেন্ড। তীব্র ভূমিকম্পের ফলে আতঙ্কিত হয়ে পড়ে বাসাবাড়ির লোকজন। এ সময় সাধারণ মানুষকে বেরিয়ে সড়কে জড়ো হতে দেখা যায়। অনেকের ঘর-বাড়ির আসবাব ভেঙে পড়ে এতে।
বৃহত্তর কুমিল্লার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এসোসিয়শন'র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম জানান, তিনি লাকসামের একটি ১৩তলা ভবনে ভাড়া থাকেন। এ রকম তীব্র ঝাঁকুনীতে এমন ভয়াবহ ভূমিকম্প আর কখনো অনুভূত হয়নি। মুহূর্তের মধ্যে পুরো ভবনটি এমনভাবে দুলে ওঠে, মনে হচ্ছিলো ভবনটি যেনো তখনই ধসে পড়ে যাচ্ছিলো।
তিনি লাকসামের ওইসব বহুতল ভবনগুলোর নিরাপত্তা যাচাইয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
এই ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা বলেন, ভূমিকম্পে উপজেলার কোথাও বড় ধরণের দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
ইউএনও জানান, লাকসামে গড়ে ওঠা বহুতল ভবনগুলোর প্রাকৃতিক দুর্যোগে নিরাপত্তা নিশ্চিত সম্পর্কিত একটি সভা অতিশীঘ্রই অনুষ্ঠিত হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
১০৭ বছর আগে প্রতিদিনই ভূমিকম্প হয়েছে কুমিল্লায়
সর্বোচ্চ ঝাঁকুনিতেকাঁপলো দেশ
কুমিল্লায় ভূমিকম্পে আতঙ্ক
ছুটির দিনে মাংস খাওয়া হলো না বাবা-ছেলের, মর্গে মিলল লাশ
লাকসামে বহুতল ভবনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি ভেসে আসা কিংবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো লোক না: হাজী ইয়াছিন
শঙ্কায় শুরু,স্বস্তিতে সমাপ্তি
আমাকে একটিবার সুযোগ দিন, হতাশ করব না- মনির চৌধুরী
লালমাইয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে আবদুল গফুর ভূঁইয়ার মতবিনিময় সভা
চাচাতো ভাই গ্রেফতার হলেও মীম হত্যার কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২