কুমিল্লার
লাকসামে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) ভয়াবহ ভূমিকম্পে কয়েকটি ভবনে ফাটল
দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর অনেকেই লাকসামের বহুতল
ভবনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটে
এই ভূমিকম্প অনুভূত হয়।
একটি সূত্রে জানা গেছে, এই ভূমিকম্প রিখটার
স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ছিলো। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর
মাধবদীতে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিলো প্রায় ৮ থেকে ৯ সেকেন্ড। তীব্র
ভূমিকম্পের ফলে আতঙ্কিত হয়ে পড়ে বাসাবাড়ির লোকজন। এ সময় সাধারণ মানুষকে
বেরিয়ে সড়কে জড়ো হতে দেখা যায়। অনেকের ঘর-বাড়ির আসবাব ভেঙে পড়ে এতে।
বৃহত্তর
কুমিল্লার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এসোসিয়শন'র যুগ্ম সাধারণ সম্পাদক
আনোয়ারুল আজিম জানান, তিনি লাকসামের একটি ১৩তলা ভবনে ভাড়া থাকেন। এ রকম
তীব্র ঝাঁকুনীতে এমন ভয়াবহ ভূমিকম্প আর কখনো অনুভূত হয়নি। মুহূর্তের মধ্যে
পুরো ভবনটি এমনভাবে দুলে ওঠে, মনে হচ্ছিলো ভবনটি যেনো তখনই ধসে পড়ে
যাচ্ছিলো।
তিনি লাকসামের ওইসব বহুতল ভবনগুলোর নিরাপত্তা যাচাইয়ে ফায়ার
সার্ভিস, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা
করছেন।
এই ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস
সুলতানা বলেন, ভূমিকম্পে উপজেলার কোথাও বড় ধরণের দুর্ঘটনার সংবাদ পাওয়া
যায়নি।
ইউএনও জানান, লাকসামে গড়ে ওঠা বহুতল ভবনগুলোর প্রাকৃতিক দুর্যোগে নিরাপত্তা নিশ্চিত সম্পর্কিত একটি সভা অতিশীঘ্রই অনুষ্ঠিত হবে।
