শনিবার ২২ নভেম্বর ২০২৫
৮ অগ্রহায়ণ ১৪৩২
চাঁদপুরে দোকানে চোরাই মোবাইল রাখার অভিযোগে ইউপি সদস্য আটক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:০৫ এএম |



চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দোকানে চোরাই মোবাইল ফোন রাখার অভিযোগে মো. মহসীন আহাম্মেদ (৫৬) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে সাদুল্লাপুর ইউনিয়নের পাঠান বাজারের একটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মহসীন আহাম্মেদ উপজেলা সাদুল্লাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থিত ‘রাজু টেলিকম’ দোকানে অভিযান চালিয়ে সাতটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে জবফসর, ঝধসংঁহম, ঠরাড়, জবধষসবসহ বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। কয়েকটি ফোনের ওগঊও নম্বর মিললেও একটি মোবাইলের ওগঊও নম্বর মুছে ফেলা ছিল বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, দোকানের ভেতর থেকে উদ্ধার করা মোবাইলগুলো প্রাথমিকভাবে চোরাই বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় মতলব উত্তর থানায় ৪১৩/৩৪ ধারায় মামলা রুজু করে আটক ইউপি সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, একজন জনপ্রতিনিধি চোরাই মোবাইল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়া অত্যন্ত দুঃখজনক। আইন সবার জন্য সমান। কোনো পদ-পদবি দেখে ছাড় দেওয়া হবে না। চোরাই মালামালের উৎসসহ পুরো চক্রকে চিহ্নিত করতে তদন্ত চলছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
১০৭ বছর আগে প্রতিদিনই ভূমিকম্প হয়েছে কুমিল্লায়
সর্বোচ্চ ঝাঁকুনিতেকাঁপলো দেশ
কুমিল্লায় ভূমিকম্পে আতঙ্ক
ছুটির দিনে মাংস খাওয়া হলো না বাবা-ছেলের, মর্গে মিলল লাশ
লাকসামে বহুতল ভবনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি ভেসে আসা কিংবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো লোক না: হাজী ইয়াছিন
শঙ্কায় শুরু,স্বস্তিতে সমাপ্তি
আমাকে একটিবার সুযোগ দিন, হতাশ করব না- মনির চৌধুরী
১০৭ বছর আগে প্রতিদিনই ভূমিকম্প হয়েছে কুমিল্লায়
লালমাইয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে আবদুল গফুর ভূঁইয়ার মতবিনিময় সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২